fbpx

আউটের পর নটআউট, আবারো বিতর্কিত বাংলাদেশ-ভারত ম্যাচ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে থাকে বাড়তি উত্তাপ। জাতীয় দল হোক কিংবা বয়সভিত্তিক দলের খেলা বাড়তি উত্তাপ থাকবেই। ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে টসে হেরে ব্যাট করছে ভারত। শুরু থেকেই দারুন বল করে ভারতীয় ব্যাটারদের চেপে ধরেছে টাইগাররা।

ইনিংসের ১৪ তম ওভারে রকিবুল এসেছিলেন নিজের কোটার প্রথম ওভার করতে। প্রথম তিন বল ডট গেলে চতুর্থ বলটিতে নিকিন জস এগিয়ে এসে কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়েছিলেন। বল ব্যাট মিস করায় উইকেটের পেছনে বুদ্ধিদীপ্ত স্টাম্পিং করেন আকবর।

রিপ্লেতে দেখা গেছে স্পষ্ট আউট। আর তাই সিদ্ধান্ত জানাতে খুব বেশি রিভিউয়েরও দরকার পড়ে না। থার্ড আম্পায়ার ফয়সাল আফ্রিদিও কয়েকবার বিভিন্ন অ্যাঙ্গেলে দেখে আউটের সিদ্ধান্ত দিয়ে দেন। ততক্ষণে উদযাপন শুরু করে দিয়েছেন সাইফ হাসানের দল। ব্যাটসম্যান নিকিনও ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন।

মাঠের অনফিল্ড আম্পায়ার ব্যাটারকে দাঁড়াতে বলেন। কয়েক সেকেন্ড পর সিদ্ধান্ত পরিবর্তন করে নট আউটের সবুজ সিগন্যাল দেন টিভি আম্পায়ার! অবশ্য সে যাত্রায় নিকিন জস বেঁচে গেলেও কয়েক ওভার পরেই বাংলাদেশ ‘এ’ দল অধিনায়ক সাইফ হাসানের বলে সাজঘরে ফিরেছেন তিনি।

আগে ব্যাট করতে নেমে এরই মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলেছে। ৩৩.৪ ওভার শেষে তাদের সংগ্রহ ১২৪ রান।

তবে আম্পায়ারের আউট এবং ফের নট আউটের এমন বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা-সমালোচনা হচ্ছে। এর আগেও ভারতের বিপক্ষে বেশ কয়েকটি ম্যাচে পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের শিকার হয়েছে বাংলাদেশ এমন দাবি তুলছেন অনেকেই।

 

Advertisement
Share.

Leave A Reply