fbpx

আন্তর্জাতিক ক্রিকেটে শাকিবের নতুন মাইলফলক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে এসে জয়ের মুখ দেখল বাংলাদেশ। যদিও প্রথম দুই ম্যাচ হেরে আফগানিস্তানের কাছে সিরিজ় হেরেছে লিটনের দল। তবে এই ম্যাচেই নতুন মাইলফলক স্পর্শ করলেন শাকিব।

এক দিনের সিরিজে মুখরক্ষা হল বাংলাদেশের। প্রথম দু’টি ম্যাচে হারের পর নিয়মরক্ষার তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জিতল টাইগাররা। মঙ্গলবার ৭ উইকেটে জিতেছে লিটন দাসের দল। এই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করলেন শাকিব আল হাসান।

আফগানদের বিপক্ষে নামার আগে তিন সংস্করণে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের মোট রান ছিল ১৩ হাজার ৯৭১। এরমধ্যে টেস্টে ৪৪৫৪, ওয়ানডেতে ৭১৭২ ও টি-টোয়েন্টিতে ২৩৪৫।

সবমিলিয়ে ১৪ হাজার রানের মাইলফলক ছুঁতে সাকিবের দরকার ছিল ২৯ রান। বাংলাদেশের ইনিংসে ১৫তম ওভারেই সেই মাইলফলকে পৌঁছান সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে ন্যূনতম ১৪ হাজার রান ও ৬০০ উইকেট পাওয়া প্রথম ক্রিকেটার সাকিব।

অলরাউন্ডারদের মধ্যে তিন সংস্করণে সবচেয়ে বেশি রান দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের। তার রান সংখ্যা ২৫৫৩৪। তবে উইকেট সংখ্যা সংখ্যা ৫৭৭।

 

Advertisement
Share.

Leave A Reply