fbpx

‘আপাতত’ বিসিবির চুক্তিতে থাকতে চান না তামিম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন বছরের কেন্দ্রীয় চুক্তিতে তামিম থাকবেন কিনা এমন প্রশ্নের উত্তরে, আজ (রবিবার) বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, তামিম নাকি নিজেই আপাতত বিসিবির চুক্তিতে থাকতে চাইছেন না। যদিও ২০২৩ সালে ওয়ানডে ও টেস্টের চুক্তিতে ছিলেন তামিম।

তামিমের ব্যাপারে বিসিবির কী ভাবনা, এটা জানাতে গিয়ে বনানীতে নিজের কার্যালয়ে সাংবাদিকদের জালাল বলেছেন, ‘তামিম আগেও আমাদের সঙ্গে আলাপ করেছে। আপনারা হয়তো অনেকেই জানেন না। তামিম নির্বাচকদের সঙ্গে কথা বলেছিল, প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলেছে, আমার সঙ্গেও কথা বলেছে। আপনারা জানেন যে বোর্ড সভাপতির সঙ্গে বসার কথা আছে আগামী মাসে, নির্বাচনের পরে। সে চাইছিল তার পরিকল্পনা নিয়ে আলোচনা করতে। তার ভবিষ্যৎ পরিকল্পনা কী, সামনের দিনে কীভাবে এগিয়ে যাবে।’

নিজের পরিকল্পনা নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনার আগে তামিম কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চাইছেন না, জালাল বললেন এমনটাই, ‘সে বলেছে তার নিজস্ব একটা পরিকল্পনা আছে। তার আগে যেন আমরা তাকে চুক্তিতে না রাখি। সে চেয়েছে এখন না রাখতে, পরে বসার পর পরিকল্পনা চূড়ান্ত করে সে আমাদের জানাবে কী করতে যাচ্ছে।’

তামিমকে নিয়ে সিদ্ধান্তের মতো ঝুলে আছে বিসিবির নির্বাচক কমিটির ভবিষ্যৎও। ৩১ ডিসেম্বর শেষ হবে মিনহাজুল আবেদীনের নির্বাচক কমিটির মেয়াদ। কমিটির অন্য দুই সদস্য হাবিবুল বাশার ও আবদুর রাজ্জাকের থাকা না–থাকা নিয়ে অনিশ্চয়তা আছে। তবে প্রধান নির্বাচক হিসেবে মিনহাজুল যে থাকছেন না, তা প্রায় নিশ্চিত।

বোর্ড তাই নতুন করে প্রধান নির্বাচক খুঁজছে। বিশেষ করে মিনহাজুলের বিকল্প খুঁজতে বিসিবিকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। জালাল ইউনুসই জানালেন, ‘এটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। চিফ সিলেক্টর চেঞ্জ করা, নতুন কাউকে দেওয়া বড় একটা ব্যাপার। এটা নিয়ে সবাইকেই ব্রেনস্ট্রর্মিং করতে হচ্ছে। সময় লাগবে। তবে আমরা সিদ্ধান্তে আসব। ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের চুক্তি। এরপর রিনিউ হবে কি হবে না, সেটা পরের ব্যাপার।’

Advertisement
Share.

Leave A Reply