fbpx

আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ প্রত্যাহার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী মার্চে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া অস্ট্রেলিয়া-আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ প্রত্যাহার করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

মূলত আফগান নারীদের স্বাধীনতা, শিক্ষা এবং খেলাধুলার অধিকার ক্ষুণ্ন করায় এমন সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

২০২১ সালে আফগানিস্তানের রাজধানী তালেবানদের দখলে চলে যাওয়ার পর থেকেই দেশটিতে নারীদের খেলাধুলা সম্পূর্ণ নিষেধ করা হয়। এমনকি নারীদের শিক্ষা এবং কর্মক্ষেত্রেও বাধার সম্মুখীন হতে হচ্ছে। তারই প্রতিবাদস্বরূপ এই পদক্ষেপ নিয়েছে অজি ক্রিকেট বোর্ড।

“পুরুষদের মতো পৃথিবীর সব জায়গায় নারীদের খেলাকে সিএ সমর্থন করে, আফগানিস্তানেও। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আমরা নারীদের খেলা নিশ্চিত করার ব্যাপারে আলোচনা করেছি”-এক বিবৃতিতে সিএ

২০২১ সালে হোবার্টে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টও এ কারণেই বাতিল করা হয়েছিল বলে জানিয়েছে সিএ। গেল ডিসেম্বর থেকেই আফগান নারীদের উচ্চশিক্ষা এবং এর আগের মাসে জিম-পার্কে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে তালেবানরা।

Advertisement
Share.

Leave A Reply