fbpx

আরনল্ডের হুঙ্কার, চিন্তায় স্কালোনি!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

“এটা হলুদ জার্সি বনাম নীল-সাদা জার্সি। এটা লড়াই, এটা যুদ্ধ। এগারো বনাম এগারো। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত”-নকআউট পর্বে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে লিওনেল স্কালোনির দলের বিপক্ষে এভাবেই হুংকার দিয়েছেন অজি কোচ গ্রাহাম আরনল্ড। আহমেদ বিন আলী স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচ শুরু রবিবার বাংলাদেশ সময় রাত একটায়।

অঘটনের বিশ্বকাপ আসরে আরেকটা অঘটনের মুখোমুখি আর্জেন্টিনা হবে কি-না, সেটার নিশ্চয়তা নেই। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াতে অস্ট্রেলিয়াকে পাওয়ায় আর্জেন্টিনার ভক্তরা যে বেশ খুশি সেটা বলার আর অপেক্ষা রাখে না। বলা যায় আলবিসেলেস্তেদের কোয়ার্টারের রাস্তাটা এখন খুবই সহজ।

আর্জেন্টিনার লক্ষ্য যেখানে ৩য় শিরোপা; সেখানে দ্বিতীয় বারের মতো রাউন্ড অব সিক্সটিনে ওঠা অজিদের স্বপ্ন আরেকটা অঘটনের জন্ম দিয়ে কোয়ার্টার ফাইনালে খেলা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ হারলেও এরপর টানা দুই জয়; যার একটা আবার ইউরোপিয়ান শক্তি ডেনমার্কের বিপক্ষে।

আরনল্ডের হুঙ্কার, চিন্তায় স্কালোনি!

দি মারিয়ার ইনজুরিতে কিছুটা চিন্তিত কোচ স্কালোনি

মুখোমুখি পরিসংখানে যোজন যোজন এগিয়ে লিওনেল মেসির দল। এর আগে সাত বারের দেখার প্রথমবারেই আর্জেন্টাইনদের হারিয়েছিল, সেই ১৯৮৮ সালে ৪-১ গোলে। সে ম্যাচে খেলেছিলেন বর্তমান কোচ আরনল্ড। এছাড়া একটা ম্যাচ ড্রও হয়েছিল, বাকি পাঁচবারই আর্জেন্টিনার জয়।

স্কালোনিরা চাইবেন এমন কিছু না হোক; ক্ষুদে জাদুকরের শেষ আসরটা অঘটন দিয়ে শেষ হোক সেটা নিশ্চয়ই তারাও চান না। অঘটন দূরের ব্যাপার এনজো, আলভারেজ, মেসিদের সামনে দাঁড়াতে পারবে কি-না, অস্ট্রেলিয়া সেটা নিয়েও বিশ্লেষকরা দেখছেন শঙ্কা। তবে, ম্যাচের আগে আনহেল দি মারিয়ার ইনজুরি ভাবাচ্ছে আলবিসেলেস্তেদের। এই উইঙ্গারের পুরোনো ঊরুর চোট আবারো ফিরে এসেছে। তবে, এ ম্যাচে থাকবেন কি থাকবেন না এ নিয়ে পরিষ্কার করে কিছুই জানাননি স্কালোনি।

Advertisement
Share.

Leave A Reply