fbpx

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বকাপের শিরোপা জয় করায় আর্জেন্টিনার জনগণ ও প্রেসিডেন্ট অ্যালাবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার দেশটিতে পাঠানো এক চিঠিতে এ অভিনন্দন জানান তিনি। পাশাপাশি ফুটবলের সূত্রে দুদেশের বন্ধুত্বকে আরও সুসংগঠিত করারও আহ্বান জানান তিনি।

চিঠির শুরুতে তিনি লিখেছেন, ‘মহামান্য, ফিফা বিশ্বকাপ ২০২২-এ আর্জেন্টিনা ফুটবল দলের দুর্দান্ত জয়ে বাংলাদেশের জনগণ ও আমার পক্ষ থেকে আপনাকে এবং আর্জেন্টিনা প্রজাতন্ত্রের বন্ধুত্বপূর্ণ জনগণকে আন্তরিক অভিনন্দন। এই অভিনন্দন জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

প্রধানমন্ত্রী লিখেন, ‘আমি আনন্দের সঙ্গে খেয়াল করেছি যে, ফুটবলের প্রতি অনুরাগ ও ভালবাসা, বিশেষ করে আর্জেন্টিনা ফুটবল দল, আমাদেরকে গভীরভাবে সংযুক্ত করে। আপনার জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ জয়ে বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত উদযাপন তাদের প্রশংসা ও ভালোবাসার পরিচয় দিয়েছে।’

চিঠিতে তিনি ফুটবলের সূত্রে দুদেশের বন্ধুত্বকে সুসংহত করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী লিখেছেন, ‘দুদেশের জনগণের মধ্যে এই অভূতপূর্ব প্রেম ও অনুরাগ আমাদের দ্বিপাক্ষিক পাকাপোক্ত সম্পর্কের পথকে প্রশস্ত করেছে। সবশেষে আশা করি, একে অপরের রাজধানীতে মিশন খোলার মধ্য দিয়ে এই সম্পর্ক আরও সুসংহত হবে। আমার সর্বোচ্চ বিবেচনার আশ্বাস গ্রহণ করুন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও আলাদা চিঠিতে আর্জেন্টিনাকে অভিনন্দন জানান। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাফিয়েরো ও আর্জেন্টিনার জনগণকে বাংলাদেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোমেন।

চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা দলের জয় গতরাতে (রোববার) বাংলাদেশের মানুষ যে স্বতঃস্ফূর্ত আনন্দ করেছেন তা দেখলে আপনি অভিভূত হবেন।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, আমাদের ভৌগোলিক অবস্থানের দূরত্বের পরও ফুটবলের প্রতি ভালোবাসার কারণে বাংলাদেশ ও আর্জেন্টিনার মানুষের হৃদয় সম্প্রীতিতে একীভূত।

শেখ হাসিনার মত পররাষ্ট্রমন্ত্রীও দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক এবং বন্ধুত্ব আরও গভীর করার ক্ষেত্রে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

Advertisement
Share.

Leave A Reply