fbpx

ইউরোপা লিগ থেকে আর্সেনালের বিদায়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইউরোপা লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির কাছে টাইব্রেকারে ৫-৩ গোলে হেরে আসর থেকে বিদায় নিলো আর্সেনাল।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ১৯ মিনিটেই লিড পায় আর্সেনাল, ডি বক্সের মধ্যেই ফিরতি বল পেয়ে জালে জড়ান জাকা। এরপরে পুরো প্রথমার্ধেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে দলটি। ম্যাচের দ্বিতীয়ার্ধেই ম্যাচে ফেরে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি, তাদের মতায় ফেরান পেদ্রো গঞ্চালভেস।

ম্যাচের ৬২ মিনিটে মাঝমাঠে প্রতিপক্ষের ফুটবলারদের থেকে বল কেড়ে নিয়ে সেখান থেকেই গোলের উদ্দেশে লম্বা শট নিয়ে গোল করেন তিনি। পরবর্তীতে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

যেখানে প্রথম তিন শটে মার্টিন ওডেগার্ড, বুকায়ো সাকা, লিয়ান্দ্রো ট্রসার্ডের প্রথম তিন শট জালে জড়ানো পর্যন্ত লড়াইয়ে ছিল আর্সেনাল। তবে চতুর্থ শটটি নিতে এসে ব্যর্থ হন মার্টিনেল্লি, যার ফলে বিদায়ের ঘন্টা বেজে যায় আর্সেনালের জন্য।

প্রথম লেগে স্পোর্টিংয়ের মাঠ থেকে ২-২ গোলের সমতা নিয়ে ফিরলেও ঘরের মাঠে তেমন সুবিধা করতে পারেনি গানাররা।

এছাড়াও দিনের বাকি ম্যাচগুলোতে জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন এবং ইতালির ক্লাব এ এস রোমা।

Advertisement
Share.

Leave A Reply