fbpx

ইরানে পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থন নেই: বাইডেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই পরিস্থিতিতে ইরানে ইসরায়েলের পাল্টা হামলার আশঙ্কা থাকলেও তাতে যুক্তরাষ্ট্রের সমর্থন নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

রবিবার (১৪ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস ও সিএনএনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

হোয়াইট হাউসের একজন সিনিয়র কর্মকর্তার বরাতে এক্সিওস বলছে, গতকাল শনিবার রাতে ইসরায়েলে ইরানি আক্রমণ শুরু হওয়ার পরপরই টেলিফোনে কথা বলেন বাইডেন ও নেতানিয়াহু। সে সময় বাইডেন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যক্ত করেন এবং জানিয়ে দেন, ইরানে পাল্টা আক্রমণ করতে চাইলে ইসরায়েলকে সমর্থন দেবে না তার দেশ।

হোয়াইট হাউসের এই কর্মকর্তার মতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর যৌথ প্রতিরক্ষামূলক পদক্ষেপের কারণে ইরানের আক্রমণ প্রতিহত করা হয়েছে বলেও বেঞ্জামিন নেতানিয়াহুকে জানিয়েছেন জো বাইডেন।

অপরদিকে ইরানে এবার পাল্টা হামলা চালাতে পারে ইসরায়েল। এজন্য উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইরান।

Advertisement
Share.

Leave A Reply