fbpx

ইয়েমেনে যুদ্ধে দুই হাজার শিশু যোদ্ধা নিহত: জাতিসংঘ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের অন্তত দুই হাজার শিশু যোদ্ধা যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির নিরাপত্তা পরিষদে জমা দেয়া বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। সোমবার সংবাদ মাধ্যম আল-জাজিরা এই খবর দিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২০ সালে হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে ১ হাজার ৪০৬ শিশু। ২০২১ সালে মারা গেছে আরও ৫৬২ শিশু।

হুতি বিদ্রহীরা এই শিশুদের বেশির ভাগই মতাদর্শ প্রচার করতে বিভিন্ন ক্যাম্প ও মসজিদ ব্যবহার করতো। সরাসরি যুদ্ধেও অংশ নিত অনেক শিশু। জাতিসংঘের চার সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেল জানিয়েছে, এমন একটি ক্যাম্প পাওয়া গেছে যেখানে শিশুদের অস্ত্র পরিস্কার করার প্রশিক্ষণ দেয়া হয়। রকেট হামলা কিভাবে চালানো হবে সেই শিক্ষাও দেয়া হচ্ছে শিশুদের।

২০১৫ সাল থেকে হুতি বিদ্রোহীদের সাথে যুদ্ধ করছে সৌদি নেতৃত্বাধীন জোট। এই যুদ্ধে হতাহত হয়েছে লাখো মানুষ। ঘরহারা হয়েছে আরও অনেকে।

Advertisement
Share.

Leave A Reply