fbpx

ঈদের আগে শুক্র ও শনি ব্যাংক খোলা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তৈরি পোশাককর্মীদের বেতন-ভাতা দেওয়ার সুবিধায় ঈদের আগে এপ্রিল মাসের শেষ শুক্র এবং শনিবার শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক থেকে সোমবার এক নির্দেশনা দিয়ে তা সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের  কাছে পাঠানো হয়েছে।

আগামী ৩ মে চাঁদ দেখা সাপেক্ষ ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ২৯ ও ৩০ এপ্রিল সাপ্তাহিক ছুটি। আর ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসের ছুটি। ফলে ২৮ এপ্রিলের পর আর ব্যাংকসহ অফিস-আদালতে কার্যদিবস থাকছে না।এজন্যই ২৯ ও ৩০ এপ্রিল ব্যাংক খোলা রাখার নির্দেশনা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে তৈরী পোশাক শিল্পে কর্মরত  শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন-ভাতা প্রদান ও রপ্তানি বিল ক্রয়ের লক্ষ্যে ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ২৯ ও ৩০ এপ্রিল ২০২২ তারিখে খোলা রাখতে হবে। এই নির্দেশনার আওতায় ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে।

ওই দুই দিন সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত সংশ্লিষ্ট শাখাগুলোতে লেনদেন চলবে।

তবে ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুরূপে পরিচালনার স্বার্থে উল্লিখিত এলাকার বাইরে কোনো ব্যাংক শাখার উপর চেক দেওয়া যাবে না বলে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply