fbpx

এল ক্লাসিকোর রাত রিয়াল নাকি বার্সার?

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

স্মৃতিটা এখনও তরতাজা। এইতো কিছুদিন আগেই রিয়াল মাদ্রিদকে হারিয়ে সুপার কোপার শিরোপা ঘরে তোলে বার্সেলোনা। যা কিনা মেসি-পরবর্তী যুগে বার্সার প্রথম শিরোপা। শুধু তাই না, জাভি হার্নান্দেজ বার্সেলোনায় আসার পর প্রথম কোনো শিরোপা ছিলো সেটি।

শেষ দেখায় দারুণ ছিলো জাভির বার্সা। কোপা দেল রে’র ‘ক্লাসিকোতে’ তাই বার্সাকেই ফেভারিট মানছেন সবাই। তবে জাভি নিজেদের ফেভারিট ভাবলেও এগিয়ে রাখছেন কার্লো আনচেলত্তির দলকে।

একাধিক ইনজুরি রয়েছে বার্সেলোনা দলে। ইনজুরিতে পড়েছেন দলের অন্যতম স্ট্রাইকার রবার্ত লেভানদোভস্কি। তাছাড়া সুপার কোপায় দারুণ করা গাভিও একই কারণে খেলতে পারবেন না। ইনজুরির লিস্টে আছে উসমান দেম্বেলের নামও। যা ভোগাতে পারে কাতালান ক্লাবটিকে।

লা লিগায় পয়েন্টের দিক থেকে পিছিয়ে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগে উড়ন্ত সূচনা করেছে রিয়াল মাদ্রিদ। লিভারপুলের মতো দলকে পাঁচ গোলে বিধ্বস্ত করে দলটা যে দারুণ চাঙ্গা সেটা অনুমান করতে কষ্ট হবার কথা না। তাছাড়া এই ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে যাচ্ছে রিয়াল।

সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত দুইটায়।

চলতি মাসে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাসিকো হবে আরও দুটি।

Advertisement
Share.

Leave A Reply