fbpx

এশিয়া কাপের দল ঘোষণার বাড়তি সময় পাচ্ছে বিসিবি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। টুর্নামেন্ট উপলক্ষে ৮ আগস্টের মধ্যে দল ঘোষণার সময় বেধে দেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে, বাংলাদেশ দলের বেশ কিছু ক্রিকেটার ইনজুরিতে থাকায় এবং দলের অধিনায়কের নাম ঘোষণা না করায় এসিসির কাছে বাড়তি সময় চেয়ে আবেদন জানায় বিবিসি। এসিসি তাদের এ আবেদন মঞ্জুর করায় আগামী বৃহস্পতিবার টাইগারদের দল ঘোষণা করবে বিসিবি।

‘বিডিনিউজ টোয়েন্টিফোর’কে দেয়া এক সাক্ষাৎকারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, “পরিস্থিতি এখন পাল্টে গেছে। প্রায় সাত-আট জন খেলোয়াড় চোট পেয়েছে। এতগুলো খেলোয়াড়ের বিকল্প পাওয়া তো সহজ নয়। ওরা কী অবস্থায় আছে, সেই রিপোর্টও আমাদের পেতে হবে। তাই আমরা সময় চেয়েছি। আমরা দুই দিন বাড়তি সময় চেয়েছি। বৃহস্পতিবার নাগাদ দল ঘোষণা করব।”

ওয়েস্ট ইন্ডিজ সফরের মাঝপথেই চোটের কারণে দেশে ফিরে আসেন ইয়াসির আলী রাব্বি। এখনও পুরোপুরি সুস্থ হননি তিনি। অপরদিকে, চলমান জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে প্রথমে নুরুল হাসান সোহান এবং পরবর্তীতে প্রথম ওয়ানডেতে লিটন দাশ চোটে পড়ে সিরিজ থেকেই ছিটকে যান। আদৌ এশিয়া কাপের আগে তারা সুস্থ হবেন কি-না, তা নিয়েও আছে শঙ্কা। পেসার শরীফুল ইসলামও কিছুটা ইনজুরির সমস্যায় ভুগছেন, যদিও তার চোট গুরুতর নয়।

অপরদিকে, ইনজুরি সমস্যার পাশাপাশি অধিনায়ক নির্বাচন নিয়েও কিছুটা সমস্যায় রয়েছে বিসিবি। দলের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অফ-ফর্মে থাকায় এশিয়া কাপে নেতৃত্ব দেয়া নিয়ে দ্বিধা আছে। প্রাথমিকভাবে অধিনায়কের তালিকায় সোহান এবং লিটনের নাম থাকলেও দুইজনই ইনজুরিতে আক্রান্ত। বিসিবির প্রথম পছন্দ সাকিব আল হাসান অধিনায়ক হতে চান কি-না, তা নিয়েও বোর্ড এখনও কিছু নিশ্চিত করেনি। বৃহস্পতিবার দলের সাথে অধিনায়কের নামও ঘোষণা করা হবে।

Advertisement
Share.

Leave A Reply