fbpx

এশিয়া কাপ হকির মূল পর্বে বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এএইচএফ কাপ হকির সেমিফাইনালে কাজাখস্থানকে ৮-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ হকি দল। রোববার ওমানের বিপক্ষে ফাইনাল ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে অবশ্য বড় সুখবরই পেয়েছে খোরশেদুল রহমান-আশরাফুল ইসলামরা; ফাইনালে প্রবেশের সাথে সাথেই এশিয়া কাপ হকির মূলপর্বেও জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

শনিবার জাকার্তার জেবিকে ফিল্ডে হওয়া ম্যাচে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিকসহ চার গোল করেন আশরাফুল ইসলাম। দুইটি গোল করেছেন খোরশেদুল রহমান; একটি করে গোল এসেছে রাসেল মাহমুদ জিমি ও সোহানুর রহমান সবুজের থেকে। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে কাজাখস্তানের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন আমান।

এর আগে শ্রীলঙ্কাকে প্রথম সেমিফাইনালে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ওমান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই ওমানকেই খোরশেদুল রহমানের হ্যাটট্রিকে ৩-২ গোলে হারিয়েছিল বাংলাদেশ; ফাইনালে আরও একবার সামনে ওমান, নিশ্চিতভাবেই জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করতে চাইবে বাংলাদেশ।

Advertisement
Share.

Leave A Reply