fbpx

করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গে আজ থেকে কড়াকড়ি আরোপ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ রোধে শুক্রবার সন্ধ্যা থেকে অনির্দিষ্ট কালের জন্য সিনেমা হল, শপিং মল, বিউটি পার্লার, রেস্তরাঁ, বার ও খেলার মাঠ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নবান্ন। একই সাথে সামাজিক ও  সাংস্কৃতিক সব ধরণের অনুষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, বাজার ও দোকানপাট খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০ পর্যন্ত এবং বিকেলে ৩টা থেকে ৫ টা।  তবে এ নিষেধাজ্ঞার আওতায় থাকছে না ওষুধ ও মুদির দোকান।

নির্দেশ অমান্যের জন্য কড়া ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, ২ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যে আরও বেশি কড়াকড়ি আরোপ করা হবে। প্রয়োজন হলে সংক্রমণের শৃঙ্খল ভাঙার জন্য নাইট কার্ফুও জারি করা হতে পারে। রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে থাকায় কড়াকড়ির পথেই হাঁটতে চাইছে সরকার।

দেশটিতে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে আরও ৩ লাখ ৮৬ হাজারেরও বেশি। মারা গেছে সাড়ে তিন হাজারেও বেশি।

সবচেয়ে খারাপ অবস্থা রাজধানী দিল্লিতে। রোগীর সংখ্যা বাড়তে থাকায় সেখানে সংকটের মুখে পড়েছে গোটা স্বাস্থ্য ব্যবস্থা।

Advertisement
Share.

Leave A Reply