fbpx

কাকে দেবেন কোন রঙের গোলাপ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শুরু হয়েছে ‘ভ্যালেন্টাইন সপ্তাহ’। আজ ৭ ফেব্রুয়ারি রোজ ডে দিয়ে শুরু হচ্ছে এই ৭ দিনের ভালোবাসার আয়োজন। বছরের এই সময়টা যেনো ভিন্ন রকম রঙিন হয়ে ওঠে পুরো বিশ্বের মানুষের কাছে।
শুধু জীবনসঙ্গিনীই নয়, পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন কিংবা বন্ধুবান্ধবের কাছে ভালোবাসা প্রকাশের দারুণ সময় এটি।

রোজ ডে-র এদিন প্রিয় মানুষটিকে তাজা গোলাপ উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করে অধিকাংশ মানুষ। ইতিহাস থেকে জানা যায়, উনিশ শতকে রানি ভিক্টোরিয়ার সময়কালে ব্রিটেনে গোলাপ দিয়ে ভালোবাসা প্রকাশ করা হতো। তারপর ধীরে ধীরে বিশ্বব্যাপী এই প্রথা ছড়িয়ে পড়ে।

কিন্তু এই দিন উদযাপনের আগে জেনে নিন কাকে কোন রঙের গোলাপ দেবেন। কারণ বিভিন্ন রঙের গোলাপ ফুল বিভিন্ন অর্থ বহন করে।

আসুন জেনে নেই কার জন্য কোন গোলাপ-

লাল গোলাপ-

কাকে দেবেন কোন রঙের গোলাপ

লাল গোলাপ

জীবনসঙ্গির জন্য লাল গোলাপ। ভালোবাসার সঙ্গীটির প্রতি ভালোবাসা প্রকাশ করতে বিয়ের দিন, বিবাহবার্ষিকী, জন্মদিন, ভালোবাসা দিবস ও সন্তান জন্মদানের সময় লাল গোলাপ উপহার হিসেবে দেওয়া যেতে পারে। প্রেমের কবিতা বা রোমান্টিক গল্পেও লাল টকটকে গোলাপের কথা এসেছে বারবারই। ভালোবাসার প্রতীক বলা হয় লাল গোলাপকে।

সাদা গোলাপ-

কাকে দেবেন কোন রঙের গোলাপ

সাদা গোলাপ

বিয়ের সময় কনের হাতে দেওয়া হয় একগুচ্ছ সাদা গোলাপ। কেন জানেন? এই ফুল নতুন জীবন শুরুর প্রতীক। কাউকে মিস করলে আপনি তাঁকেও সাদা গোলাপ পাঠিয়ে জানাতে পারেন মনের ভাষা।

হলুদ গোলাপ

কাকে দেবেন কোন রঙের গোলাপ

হলুদ গোলাপ

বন্ধুত্বকে বলা হয় নির্ভরতার সম্পর্ক। আর হলুদ গোলাপ হচ্ছে বন্ধুত্বের প্রতীক। আনন্দের প্রতীকও বলা হয় একে। বন্ধুত্ব মানেই তো আনন্দ, নাকি? রোজ ডে উপলক্ষে প্রিয় বন্ধুকে উপহার দিতে পারেন একগুচ্ছ হলুদ গোলাপ।

গোলাপি গোলাপ

কাকে দেবেন কোন রঙের গোলাপ

গোলাপি গোলাপ

শুধু লাল গোলাপ নয়, মনের ভাষা বোঝাতে পারে গোলাপি গোলাপও। ভালবাসা, কৃতজ্ঞতা, স্বীকৃতির প্রতীক গোলাপি গোলাপ। প্রিয় বন্ধু, নির্ভরযোগ্য সঙ্গীকে ‘থ্যাঙ্ক ইউ’ বলতে পারেন গোলাপি গোলাপ দিয়ে।

কমলা গোলাপ

কাকে দেবেন কোন রঙের গোলাপ

কমলা গোলাপ

প্যাশন বোঝাতে আমরা লাল রং ব্যবহার করে থাকি। তবে আসলে কিন্তু কমলা গোলাপ আবেগ, উৎসাহ, উদ্দীপনার প্রতীক। সহযোদ্ধাকে উদ্বুদ্ধ করতে ব্যবহার করা হয় কমলা গোলাপ। কমলা গোলাপ উপহার দিয়ে বোঝাতে পারেন, আপনি পাশে আছেন।

পার্পল গোলাপ

কাকে দেবেন কোন রঙের গোলাপ

পার্পল গোলাপ

পার্পল রং র‌য়্যালিটির প্রতীক। পার্পল গোলাপের ভাষা তাই ম্যাজেস্টি। তাই আপনার জীবনের রানী বা রাজাকে সম্মান জানাতে দিতে পারেন পার্পল গোলাপ।

পিচ গোলাপ

কাকে দেবেন কোন রঙের গোলাপ

পিচ গোলাপ

এই রঙের গোলাপ আরোগ্যের প্রতীক। সততা, আন্তরিকতা, সহমর্মিতা বোঝাতে উপহার দিন পিচ গোলাপ।

Advertisement
Share.

Leave A Reply