fbpx

কারাবন্দী লেখক মুশতাকের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ডিজিটাল নিরাপত্তা আইনে ৯ মাস ধরে কারাবন্দী লেখক মুশতাক আহমেদ মারা গেছেন।

২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেন জেল সুপার মো. গিয়াস উদ্দিন।

জেল সুপার জানান, রাত সাড়ে আটটার দিকে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লে, তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কী কারণে লেখক মুশতাকের মৃত্যু হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি জেল কর্তৃপক্ষ।

তবে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে মুশতাক আহমদের। তবে সঠিক কারণ জানা যায়নি।

মুশতাকের পরিবার জানায়, শুক্রবার সকালে ময়নাতদন্ত শেষে তাঁর দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নারায়নগঞ্জ আড়াইহাজার থানার ছোট বালাপুরের আব্দুর রাজ্জাকের ছেলে মুশতাক আহমেদ। কিন্তু পরিবার নিয়ে থাকতেন ঢাকার লালমাটিয়ায়। তিনিই প্রথম দেশে কুমির চাষ শুরু করেন। ময়মনসিংহের ভালুকায় দিয়েছিলেন খামারও। লিখেছেন ‘কুমির চাষির ডায়েরি’ নামের একটি বইও।

গত বছর মে মাসে লেখক মুশতাক আহমেদকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়। একইদিন র‍্যাব গ্রেপ্তার করে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, দিদারুল ইসলাম ও মিনহাজ মান্নানকে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল , সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথাবার্তা ও গুজব প্রচার করেন।

Advertisement
Share.

Leave A Reply