fbpx

কোনো দিক থেকেই বাংলাদেশ শ্রীলঙ্কার পথে যাচ্ছে না: পরিকল্পনামন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য বিদেশি দাতা সংস্থাগুলোর কাছ থেকে ঋণ নিলেও বাংলাদেশের অবস্থা কখনোই শ্রীলঙ্কার মতো হবে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সম্প্রতি ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ঋণের ভারে দেশটির অর্থনৈতিক অবস্থা নুয়ে পড়েছে। দুই কোটি জনসংখ্যার দেশটিতে অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ায় নাগরিকদের সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে। রাজনৈতিক সংকট তৈরির পাশাপাশি এসবের বিরুদ্ধে দেশটির জনগণ ফুঁসে উঠেছে।

এমন পরিস্থিতিতে অনেকেই শঙ্কা করছেন, বাংলাদেশে বাস্তবায়ন হওয়া বেশ কিছু বড় প্রকল্পে অর্থ দিয়েছে বিদেশি দাতা সংস্থাগুলো। ফলে ঋণের ফাঁদে পড়ে শ্রীলঙ্কার মতো না বাংলাদেশের অবস্থা হয়ে যায়।

তবে সবার এমন শঙ্কাকে উড়িয়ে দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

তিনি বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণ আলাদা। কোনো দিক থেকেই বাংলাদেশ শ্রীলঙ্কার পথে যাচ্ছে না।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কেউ কেউ সরাসরি শ্রীলঙ্কাকে বাংলাদেশে বসিয়ে রায় দেয়, এটা গ্রহণযোগ্য নয়। এটা ইকোনমিক সাইন্সেও গ্রহণযোগ্য নয়, সামাজিক বিজ্ঞানেও গ্রহণযোগ্য নয়, দুটো সম্পূর্ণ ভিন্ন অর্থনীতি। দুইটা দেশের ফান্ডামেন্টাল সম্পূর্ণ ভিন্ন কিসিমের, দুইটার গতিবিধি ভিন্ন কিসিমের।’

তিনি বলেন, ‘আমাদের দেশের প্রকল্প ও প্রস্তুতি সে রকম নয়। আমরা শ্রীলঙ্কাকে নিয়ে কোনো মন্তব্য করতে পারি না। তবে এটা নিয়ে গবেষকদের আলোচনা আমরা দেখছি, শুনছি এবং কেয়ারফুলি অবজার্ভ করছি। বাট, উই শুড বি কেয়ারফুল।’

এমএ মান্নান এসময় এসকল বিষয় নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সকর্ত হওয়ার আহ্বান জানান। বলেন, ‘সরাসরি ওই দেশের অবস্থার ট্রান্সলেট করে এখানে বসিয়ে দেয়া হবে, এটা ঠিক নয়। তাদের অবস্থা দেখে বলা হবে আমরাও সেই পথে যাচ্ছি, এটা কোনোভাবেই ঠিক নয়। আই ডোন্ট থিংক দেয়ার ইজ এ রিজন টু ডাউট।’

পরিকল্পনামন্ত্রী জানান, ঋণ ব্যবস্থা, প্রকল্প, কৃষি উৎপাদন, রিজার্ভ, রেমিটেন্স, সব ক্ষেত্রেই বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়ে বেশ সফল এবং এগিয়ে। তাই বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হওয়ার কোনো আশঙ্কাই নেই।

Advertisement
Share.

Leave A Reply