fbpx

ক্রাইস্টচার্চে বৃষ্টি, টাইগাররা ব্যস্ত জিমে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভীষণ বিচিত্র ক্রাইস্টচার্চের আবহাওয়া, ক্ষণে ক্ষণে রুপ বদলায়। ঘোলাটে আকাশ, রোদের নেই দেখা। বৃষ্টির কারণে ভেসে গেছে টাইগারদের প্রথম দিনের অনুশীলনও, তবুও বিশ্রামে সময় পার করেন নি তাসকিন আহমেদ-ইবাদত হোসেনরা। সময়টাকে কাজে লাগিয়েছেন জিম সেশনে, করেছেন কঠোর পরিশ্রম।

রোববারেই দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ, প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। মূল লড়াইয়ে মাঠে নামার পূর্বে নিজেদের প্রস্তুত করে নেয়ার সুযোগটা হাতছাড়া হয়ে গেছে বৃষ্টির কারণে। ম্যাচের পূর্বে বাকি আর মাত্র একদিন, মাঠে অনুশীলন করার সুযোগ প্রকৃতি টাইগারদের দিবে কি না সেটাই এখন চিন্তার বিষয়।

ক্রাইস্টচার্চে বৃষ্টি, টাইগাররা ব্যস্ত জিমে

শুধু অনুশীলন নয়, পাঁচ দিনের কয়দিন মাঠে গড়াবে সেটাও ভাবনায় দুই দলেরই। এরকম সময়ে ক্রাইস্টচার্চে বৃষ্টি হতেই থাকে। তাই দ্বিতীয় টেস্টের কয়েকটা সেশন যে বৃষ্টিতে ভেসে যেতে চলেছে তা অনুমান করাই যায়। শেষ অব্দি কি হয়, সেটা সময়ই বলে দেবে।

রোববার বাংলাদেশ সময় ভোর চারটায় দ্বিতীয় এবং শেষ টেস্টে মাঠে নামবে দুই দল। প্রথম ম্যাচের জয়ে ১-০ তে সিরিজে এগিয়ে টাইগাররা।

Advertisement
Share.

Leave A Reply