fbpx

গেইলের রেকর্ড ছাপিয়ে গেলেন বাবর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম টি-টোয়েন্টিতে মাত্র ২৪৫ ইনিংসে ৯ হাজার রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইলের রেকর্ড ভেঙ্গেছেন।

বৃহস্পতিবার লাহোরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এলিমিনেটর ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হয় বাবর আজমের পেশোয়ার জালমি। বাবর ৩৯ বলে ১০টি বাউন্ডারিতে ৬৪ রানের ইনিংস খেলেন। তার ব্যটিং নৈপুণ্যে  ১৮৩ রান করে পেশোয়ার।

টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭১ রান করতে পারে ইসলামাবাদ। ১২ রানের জয়ে দ্বিতীয় এলিমিনেটরে জায়গা করে নেয় পেশোয়ার।

আজ শুক্রবার লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে বাবর আজমরা। আজকের খেলায় জয় পেলে আগামীকাল মুলতান সুলতান্সের সঙ্গে ফাইনাল খেলবে পেশোয়ার।

বৃহস্পতিবার ৩৯ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলার মধ্য দিয়ে বাবর আজম ছাড়িয়ে যান ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইলকে। তিনি টি-টোয়েন্টিতে ২৪৯ ইনিংসে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। যেই রেকর্ড গড়তে বাবরের লেগেছে ২৪৫ ম্যাচ।

Advertisement
Share.

Leave A Reply