fbpx

চট্টগ্রামে বাংলাদেশ-আয়ারল্যান্ড মহারণ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

টাইগারদের নিউজিল্যান্ড সফর, সাকিবের টেস্ট অনাগ্রহ সবই ছাড়িয়ে বড় শিরোনামে নাসির-তামিমার বিয়ে কাণ্ড।ওসবের চাপে সাংবাদিক, ভক্তরা হয়তো ভুলেই গেছেন চট্টগ্রামে শুরু হচ্ছে বিসিবি হাই পারফর্মেন্স-আয়ারল্যান্ড উলভস পূর্ণাঙ্গ সিরিজ।

শুক্রবার সাগরিকা স্টেডিয়ামে শুরু একমাত্র চারদিনের ম্যাচ। এইচপি স্কোয়াডে নজরে থাকবেন যুব বিশ্বকাপ জয়ী আকবর,তামিম,তৌহিদরা। বিশ জনের দলে নয় ক্রিকেটারই গেল অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ মাতানো।

তরুণদের নিয়ে সাজানো স্বাগতিক স্কোয়াড। আয়ারল্যান্ড উলভস মূলত দেশটার ‘এ’ দল। জাতীয় দলে খেলা বেশ কজনও আছেন চলতি সিরিজে।

চারদিনের ম্যাচের পর চট্টগ্রামে গড়াবে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম তিনটা। শেষ দুই পঞ্চাশ ওভারি লড়াই হবে মিরপুরের শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে জোড়া টি-টোয়েন্টি খেলে ১৯ মার্চ বাংলাদেশ ছাড়বে আয়ারল্যান্ড উলভস।

Advertisement
Share.

Leave A Reply