fbpx

চেনা মাঠে অচেনা বাংলাদেশ; হোয়াইটওয়াশ এড়াতে পারবে তো!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রথম দুই ম্যাচ হেরেই হয়েছে সিরিজ হাতছাড়া। নিজেদের হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে তবুও প্রয়োজন একটা জয়ের। সেই জয়ের লক্ষ্যেই টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, কিন্তু ওপেনিং করবে কে? একাদশে যে নেই কোনো ওপেনারই! লিটন দাস, সৌম্য সরকার, সাইফ হাসানদের পর তাই মোহাম্মদ নাইমের সঙ্গী হিসেবে দেখা গেল নাজমুল হোসেন শান্তকে।

চেনা মাঠে অচেনা বাংলাদেশ; হোয়াইটওয়াশ এড়াতে পারবে তো!

নাইমের ব্যাট থেকে এসেছে ৪৭ রান।

ওপেনিংয়ে নেমে রানের দেখা পাননি শান্ত, ফিরেছেন ৫ রানেই। তিনে নেমে শামিম হোসেন দারুণ শুরু করলেও ধারাবাহিকতার অভাবে প্যাভিলিয়নে ফিরেছেন ২২ রান করেই। আফিফ দুর্দান্ত শুরু করলেও তিনিও ফিরেছেন ২০ রানে। শামিম আফিফের দু’জনেই ফিরেছেন বড় শট খেলতে গিয়ে!

চেনা মাঠে অচেনা বাংলাদেশ; হোয়াইটওয়াশ এড়াতে পারবে তো!

নাইম খেলেছেন শেষ অব্দি।

অপরপ্রান্ত দিয়ে সবাই যাওয়া-আসার মিছিলে থাকলেও নাইম খেলেছেন একপ্রান্ত আগলে রেখে। অর্ধশতক থেকে ৩ রান দূরে থেকে ফিরেছেন প্যাভিলিয়নে। অধিনায়ক রিয়াদের ব্যাট থেকে এসেছে ১৩ রান; নির্ধারিত ২০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ১২৪। পাকিস্তানের হয়ে ১৫ রানে ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

Advertisement
Share.

Leave A Reply