fbpx

চেলসিকে ২-০ গোলে হারালো রিয়াল মাদ্রিদ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসিকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমা এবং মার্কো আসেনসিওর গোলে ১০ জনের দলে পরিণত হওয়া চেলসিকে হারিয়ে জয় পেয়েছে স্বাগতিকরা। রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ১৩০তম ম্যাচ খেলা করিম বেনজামাও ছুঁয়েছেন বেশ কিছু ব্যক্তিগত মাইলফলক।

চলতি মৌসুমের শুরু থেকেই ইপিএলে ধুঁকতে থাকা চেলসি রিয়ালের বিপক্ষে তেমন সুবিধাই করতে পারেনি। ম্যাচের শুরু থেকেই জোয়াও ফিলিক্স-বেনজেমাদের আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে ব্লুজরা। ম্যাচের ২১ মিনিটে দানি কারভাহালের দারুণভাবে উঁচু করে বাড়ানো বল বক্সে পেয়ে ভলি করেন ভিনিসিয়ুস জুনিয়র। আরিসাবালাগা ঝাঁপিয়ে কোনোমতে এক হাত দিয়ে ঠেকালেও আলগা বল খুব কাছ থেকে পেয়ে জালে পাঠান বেনজেমা।

এই গোলের মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ৯ নকআউট ম্যাচে ১৪তম গোলের দেখা পেলেন ফরাসি এই স্ট্রাইকার। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে ২০তম গোল করেন তিনি। ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে এর চেয়ে বেশি ২৭ গোল করেছেন শুধু লিওনেল মেসিই। এছাড়াও, চেলসির বিপক্ষে ম্যাচে এ বছর ১৮তম গোল এসেছে তার পা থেকে। ইউরোপের শীর্ষ ৫ লিগে ২০২৩ সালে বেনজেমার সাথে যৌথভাবে ১৮ গোল আছে কেবলই ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ডের।

বেনজেমার গোলের দুই মিনিট পরই সমতায় ফিরতে পারত চেলসি। রাহিম স্টার্লিংয়ের শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফিরিয়ে দেন থিবো কোর্তোয়া। প্রথমার্ধের বাকিটা সময় রিয়াল দাপট দেখালেও আর গোল হয়নি।

চেলসিকে ২-০ গোলে হারালো রিয়াল মাদ্রিদ

জয়ের পর রিয়ালের উল্লাস

দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে অনেক বড় ধাক্কা খায় চেলসি। ডি-বক্সে ঢোকার মুখে রদ্রিগোকে টেনে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন চেলসির বেন চিলওয়েল। ৭১তম মিনিটে রদ্রিগোর বদলি হিসেবে নামা আসেনসিও মাঠে নামার তিন মিনিটের মাথায় দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন। আরো বেশ কিছু সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

দুই গোলের জয়ে সেমি-ফাইনালে ওঠার পথে রিয়ালের সামনে আপাতত স্বস্তির সুযোগ নেই। আগামী মঙ্গলবার ফিরতি লেগে তাদের খেলতে হবে চেলসির মাঠে।

Advertisement
Share.

Leave A Reply