fbpx

ছুটিতে লিটন, টেস্ট অধিনায়ক শান্ত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ওয়ানডে বিশ্বকাপের শেষ দিকে ইনজুরিতে পড়েন বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। নতুন বাবা হওয়া ও মানসিকভাবে ক্লান্ত থাকায় এক মাসের ছুটি নিয়েছেন সহঅধিনায়ক লিটন কুমার দাস।

অধিনায়ক ও সহঅধিনায়কের অবর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের সিরিজে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত।

শনিবার (১৮ নভেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে শান্তকে অধিনায়ক করার কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জালাল ইউনুস বলেন, ‘লিটন দাস এক মাসের ছুটি চেয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবে না। সে নিজের পরিবারকে সময় দিতে চাচ্ছে। এই একটা মাস সে নিবিড়ভাবে পরিবারকে সময় দিতে চায়। আমরা বলেছি, ঠিক আছে। কারণ আমরা যদি বলি, ‘তোমার খেলতে হবে’। কোনো ক্রিকেটারকে তো জোর করে খেলানো যাবে না। তবু প্রথম টেস্টটা খেলার কথা বলেছিলাম। সে বলেছে, ‘আমি সদ্যজাত শিশুর সঙ্গে, স্ত্রীর সঙ্গে থাকার জন্য এক মাস সময় চাই। তাই আজকেই সিদ্ধান্ত হয়েছে, আমরা তাকে ছুটি দিয়ে দেব।’

লিটন দাস না থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের নেতৃত্ব দেবেন নাজমুল শান্ত। বাঁহাতি ব্যাটারকে অধিনায়ক করার কথা জানিয়ে জালাল ইউনুস বলেছেন, ‘সামনের দুটি টেস্টে শান্ত অধিনায়ক।’

আগামী ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামেবে বাংলাদেশ। আর ৬ ডিসেম্বর মিরপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে।

Advertisement
Share.

Leave A Reply