fbpx

ছয় মাসের জন্য মাঠের বাইরে বুমরাহ!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের বিপক্ষে স্কোয়াড থেকে ছিটকে গেছেন পেসার জাসপ্রীত বুমরাহ। মেরুদণ্ডের হাড়ে চিড় ধরায় ৪-৬ মাসের জন্য মাঠের বাইরে যেতে হচ্ছে এই ডানহাতিকে। অস্ত্রপচার করলে সেক্ষেত্রে বাড়তে পারে সময়। সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির প্র্যাকটিসের আগে পিঠে আঘাত পাওয়ায় মাঠে নামতে পারেননি।

এর আগে ইনজুরির কারণে মিস করেছিলেন এশিয়া কাপের সবশেষ আসর। এশিয়া কাপের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফিরেছিলেন ভারতের জার্সিতে। প্রথম ম্যাচ না খেললেও শেষ দুই ম্যাচে খেলেছিলেন ভারতের পেস আক্রমণের প্রধান অস্ত্র।

এর আগে ইনজুরির কারণে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে ছাড়াই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করতে হয়েছিলো বিসিসিআইকে। এবার জাদেজার দলে যোগ দিলেন বুমরাহ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। প্রথম ম্যাচে রোহিত শর্মার দল জিতেছে ৮ উইকেটের ব্যবধানে।

Advertisement
Share.

Leave A Reply