fbpx

জাপানে ৬.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জাপানে ৬.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়েছে। এ সময় দেশটি বহু হতাহতের খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পে অন্তত একজন নিহত এবং বহু লোক আহত হয়েছেন।

শুক্রবার বিকেলে দেশটির ইশিকাওয়া অঞ্চলে এ ভূমিকম্প হয়। এটা কোনো সুনামি ছিল না। তবে দেশটির আবহাওয়া বিভাগ বলেছে, ভূমিকম্পে সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন হয়েছে। সেখানকার পানি ১০ সেন্টিমিটার উঠে গেছে।

ইশিকাওয়া অঞ্চলের সুজু শহরের স্থানীয় পুলিশ জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে অনেকের আহত হওয়া এবং ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। ওই সময় সিঁড়ি থেকে পড়ে যাওয়া একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

এদিকে সুজু শহরের ফায়ার সার্ভিস জানিয়েছে, তিনটি বাড়ি ধসে পড়েছে এবং দু’টি অবকাঠামোর মধ্যে দু’জন লোক আটকা পড়েছে।

জাপানের স্থানীয় সময় দুপুর ২টা ৪২ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। টোকিও থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত জাপানের উপকূল অঞ্চল ইশিকাওয়ার নোটো উপদ্বীপের উত্তর প্রান্তে ওই ভূমিকম্প হয়। এ ভূ-কম্পনের গভীরতা ছিল ১২ কি. মি.।

 

সূত্র : দ্যা জাপান টাইমস

Advertisement
Share.

Leave A Reply