fbpx

টানা পাঁচ ম্যাচে জয় নিয়ে সেমিতে পাকিস্তান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৭২ রানে হারিয়ে টানা পাঁচ ম্যাচে জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পাকিস্তান। ১১ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে মেন ইন গ্রিনদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

টানা পাঁচ ম্যাচে জয় নিয়ে সেমিতে পাকিস্তান

শুরুতেই দলকে এগিয়ে নিয়েছেন অধিনায়ক বাবর আজম।

টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান; বাবর আজম-শোয়েব মালিকদের ব্যাটে ছিল রানের ফোয়ারা। ৪৭ বলে ব্যক্তিগত ৬৬ রানের ইংনিস খেলে অধিনায়ক বাবর আউট হলেও অভিজ্ঞ মালিকের দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তানের সংগ্রহ ১৮৯! ১৮ বলে ৩০০ স্ট্রাইক রেটে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন মালিক। শেষ চার বলে হাঁকিয়েছেন তিন ছক্কা, এক বাউন্ডারি; ছক্কা দিয়ে করেছেন ইনিংসের সমাপ্তি। সেইসাথে হয়েছেন  টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সবচেয়ে দ্রুততম অর্ধশতকের মালিক।

টানা পাঁচ ম্যাচে জয় নিয়ে সেমিতে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সবচেয়ে দ্রুততম অর্ধশতক মালিকের।

১৯০ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে খাবি খাচ্ছিল স্কটল্যান্ড। স্লো উইকেটে কিছুতেই যেন রান পাচ্ছিলো না দুই ওপেনার জর্জ মানসি এবং কাইল কোয়েতজার। হাসান আলীর বলে বোল্ড হওয়ার  আগে অধিনায়ক কোয়েতজার ১৬ বল খেলে তুলতে পেরেছেন মোটে ৯ রান। এ যেন স্কটিশদের পুরো ইনিংসেরই প্রতিচ্ছবি! নির্ধারিত ২০ ওভারে যে স্কটল্যান্ড স্কোরবোর্ডে তুলতে পেরেছে ৬ উইকেটে মাত্র ১১৭; সেটাও রিচি বেরিংটনের ৫৪* রানের ইনিংসে ভর করে। পাকিস্তানের হয়ে ১৪ রানে ২ উইকেট নিয়েছেন শাদাব খান।

Advertisement
Share.

Leave A Reply