fbpx

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের মেয়েদের বিদায়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

টানা তিন হারে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়লো বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের কাছে ৭১ রানে হেরেছে তারা। ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা করতে পেরেছে ১১৮ রান। মঙ্গলবার নিয়মরক্ষার ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই খেই হারিয়ে ফেলে বাংরাদেশের মেয়েরা। দলীয় ১৯ রানে আউট হয়ে ফিরে যান ওপেনার শামীমা সুলতানা। এরপর ৫৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে নিগার সুলতানার দল। তবে তারপর দলের হাল ধরেন ওপেনার মুর্শিদা খাতুনের সাথে স্বর্ণা আক্তার। তারা দুজনে মিলে তোলেন ৪৬ রান। পরে দলীয় ১০০ রানে ব্যক্তিগত ৩০ রান করে আউট হয়ে যান মুর্শিদা। এরপর আর বেশি দূর যেতে পারে নি বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলেন ১১৮ রান।

এর আগে টস জিতে ব্যাটিং করে নিউজিল্যান্ডের মেয়েরা। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন তারা। প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে তোলেন ৭৭ রান। ওপেনার বার্নাডিন বেজুইডেনহুটকে ৪৪ রানে আউট করেন স্বর্না আক্তার। এরপর দলীয় ১০৭ রানে টানা দুই উইকেট তুলে নেন বাংলাদেশের মেয়ে ফাহিমা খাতুন। ১০৭ রানে কিছুটা নিউজিল্যান্ড বিপদে পড়লেও শেষ পর্যন্ত সুজি বেটসের অপরাজিত ৮১ রানে  বড় সংগ্রহের দেখা পায় কিউই মেয়েরা। নির্ধারিত ২০ ওভারে আর কোনো উইকেট না হারিয়ে তোলেন ১৮৯ রান।

Advertisement
Share.

Leave A Reply