fbpx

টেস্টে ৫ হাজার রানের এলিট ক্লাবে মুশফিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মাঠে নামার আগে সমীকরণটা ছিল আর মাত্র ৬৮ রান করতে পারলেই মুশফিকুর রহিম পৌঁছে যাবেন অনন্য এক মাইলফলকে। ম্যাচের চতুর্থ দিনে আজ সে মাইলফলক স্পর্শ করলেন মুশি। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ৫০০০ রান পূর্ণ করেছেন এই ব্যাটার। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিকও এখন মুশফিক।

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে মাঠে নামার আগে বাকি ছিল ১৫ রান, অনায়াসেই পেরিয়ে গেছেন। এই ৫০০০ রান পূরণ করতে মুশফিকের লেগেছে ৮১ ম্যাচ এবং ১৪৯ ইনিংস। এই মাইলফলক পূরণের পথে মুশি হাঁকিয়েছেন ২৬ ফিফটিসহ ৭ সেঞ্চুরি। পাশাপাশি তাঁর নামের পাশে ৩টি ডাবল সেঞ্চুরিও রয়েছে।

এর আগে অবশ্য, প্রথম বাংলাদেশি হিসেবে তামিম ইকবালের এই রেকর্ড গড়ার সুযোগ এসেছিল। তবে, গতকাল দিনের দ্বিতীয় সেশনে মাংসপেশিতে টান লাগে বাঁহাতি এই ব্যাটারের। ৫০০০ রান পূরণের লক্ষ্য থেকে ১৯ রান দূরে থাকতে চা বিরতিতে যান তামিম। এরপর তৃতীয় সেশনে আর মাঠে নামেননি তিনি। ফলে তামিমের আগেই টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলকে পৌঁছে যান মুশফিক।

এ প্রতিবেদন লেখা অব্দি, বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৪০৯ রান। ৮৯ রানে মুশফিক এবং ১৮ রানে সাকিব অপরাজিত আছেন।

Advertisement
Share.

Leave A Reply