fbpx

ডিন জোন্সকে মনে করলো বক্সিং ডে টেস্ট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

খেলোয়ারি জীবনে ব্যাটিংয়ে মোহিত করেছেন তাবৎভক্তকে। খেলা শেষে ক্রীড়া ধাষ্যেও তাই। তার প্রয়াণে একারণেই ব্যথিত সবাই।

ডিন জোন্সকে মনে করলো বক্সিং ডে টেস্ট


ব্যাট হাতের ডিনো ধারাভাষ্যেও ছিলেন অনবদ্য। ছবি : সংগৃহীত

সেই ব্যক্তিত্ব ডিন জোন্সকে এবার স্মরণ করা হলো তার প্রিয় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। মেলবোর্নে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বক্সিং ডে টেস্টের চা বিরতির সময় ২২ গজে জোন্সের ব্যবহৃত ব্যাট এবং ‘ব্যাগি গ্রিন ক্যাপ’ স্ট্যাম্পের উপর রেখে তাঁকে স্মরণ করে শ্রদ্ধা জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া।

ডিন জোন্সকে মনে করলো বক্সিং ডে টেস্ট

হাসিখুশি ডিনোকে মনে পড়ছে সবার। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার, ডিন জোন্সের স্ত্রী জেন, দুই মেয়ে অগাস্টা ও ফোয়েবে জোন্সের ব্যবহৃত ব্যাট, ব্যাগি গ্রিন ক্যাপ ও কুকাবুরা বল নিয়ে মাঠে প্রবেশ করেন এবং সেগুলি স্টাম্পের উপর রাখেন।

ডিন জোন্সকে মনে করলো বক্সিং ডে টেস্ট

স্ত্রী জেন, দুই মেয়ে অগাস্টা ও ফোয়েবের সঙ্গে ডিন জোন্স। ছবি : সংগৃহীত

গত ২৪ সেপ্টেম্বর মুম্বাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ডিন জোন্স। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৯ বছর। তিনি স্টার ইন্ডিয়ার হয়ে আইপিএলের ধারাভাষ্যকার দলের সদস্য হিসেবে ভারতের মুম্বাইয়ে অবস্থান করছিলেন।

 

Advertisement
Share.

Leave A Reply