fbpx

ঢাকায় স্টিভ রোডস!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জাতীয় দলের সাবেক প্রধান কোচ স্টিভ রোডস এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন। তবে, বাংলাদেশ দলের কোনো দায়িত্বে নয়, রোডস এসেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচিং প্যানেলে যোগ দিতে। মোহাম্মদ সালাউদ্দিন প্রধান কোচ হওয়ার কারণে কুমিল্লায় রোডসের দায়িত্ব কী হতে চলেছে সেটা এখনও জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে ব্যাটিং কোচের দায়িত্বেই দেখা যেতে পারে টাইগারদের সাবেক গুরুকে। নিজেও যে ছিলেন একজন উইকেটকিপার ব্যাটসম্যান। ইংল্যান্ডের হয়ে খেলেছেন ১১ টেস্ট আর ৯ ওয়ানডে। কাউন্টি দল উস্টারশায়ারের হয়ে খেলেছেন দীর্ঘ বিশ বছর, প্রথম শ্রেণির ক্রিকেটে আছে বারো সেঞ্চুরি। সেই দিক থেকে ভাবলে ব্যাটসম্যানদের নিয়েই কাজ করার সম্ভাবনা ইংলিশ এই কোচের।

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার কারণে স্টিভ রোডসের চাকরি চলে যায়। এরপর আবারও দুই বছর পর দেশের মাটিতে পা রাখলেন রোডস, অনেকটা নীরবেই। ১৫ জানুয়ারি তিনি দেশে এসেছেন, শিগগিরই তাকে দেখা যাবে কুমিল্লার ডাগআউটে। সেইসাথে মুস্তাফিজুর রহমান-লিটন দাসরাও আরও একবার পাবেন প্রাক্তন গুরুর সান্নিধ্য।

Advertisement
Share.

Leave A Reply