fbpx

তামিমের ফিফটিতে প্রথম সেশন টাইগারদের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পেসার ফ্রেন্ডলি উইকেটে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন সাইফ হাসান। বাঁহাতি পেসার ফার্নান্দোর ইনসুইং বলে রিভিউতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এই ডানহাতি ওপেনার।

প্রথম ঘণ্টায় নতুন বলে সুইং আর বাউন্সের দেখা মেলে। তবে তামিম আর শান্ত ওসব ঠিকই সামলে নেন। অভিজ্ঞ তামিম রেঞ্জে বল পেলেই ফায়দা তুলেছেন। স্ট্রাইক রেট দেখলে মনে হবে ওয়ানডে খেলছেন। তবে ব্যাটিংয়ে এই আত্ববিশ্বাসটাই প্রতিপক্ষকে পরিকল্পনা পাল্টাতে বাধ্য করেছে।

তামিমের ফিফটিতে প্রথম সেশন টাইগারদের

ছবি: অলরাউন্ডার

দশটা চার, ৫৩ বলে তামিমের ২৯তম টেস্ট ফিফটি। শুরু থেকেই মাঝ ব্লেডে খেলছেন ড্যাশিং ওপেনার, স্ট্রেইট আর কাভার ড্রাইভে বাহবা কুড়িয়েছেন ধারাভাষ্যকারদের। এই ইনিংসেই মুশফিককে পেছনে ফেলে টেস্টে বাংলাদেশের সেরা রান সংগ্রহকারীর লিস্টে টপে উঠলেন তামিম ইকবাল।

অপর প্রান্তে, চাপে থাকা নাজমুল হোসেন শান্ত কঠিন সময় পার করে উইকেটে সেট হয়েছেন। খোলস ছেড়ে বেড়িয়ে লম্বা পায়ে ড্রাইভও করছেন। প্রথম সেশন শেষে এক উইকেটে ১০৬ রান বাংলাদেশের।

স্কোরঃ বাংলাদেশ ১০৬/১ (তামিম ৬৫, শান্ত ৩৭)

Advertisement
Share.

Leave A Reply