fbpx

তাসকিনের ‘চারে’ টাইগারদের প্রথম জয়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হোবার্টে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে ৯ রানের জয় পেয়েছে বাংলাদেশ দল। টাইগারদের দেয়া ১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ডাচরা তুলতে পেরেছে ১৩৫ রান। বাংলাদেশের পক্ষে ৪ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নেদারল্যান্ডস। প্রথম ওভারেই প্রথম দুই বলে দুই উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। মাত্র ১৫ রানেই ৪ উইকেট হারানো ডাচরা পাওয়ারপ্লে শেষে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩২ রান। কলিন অ্যাকারম্যানের ৪৮ বলে ৬২ রানের ইনিংস ছাড়া আর কেউই বলার মতো রান করতে পারেনি। শেষের দিকে পল ভ্যান ম্যাকেরেনের ১৩ বলে অপরাজিত ২৪ রানের ক্যামিওতে অনেকটাই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে ডাচরা। তবে শেষ রক্ষা হয়নি, হারতে হয়েছে ৯ রানে। শুরুর মতো শেষের স্পেলেও ঝলক দেখিয়েছেন তাসকিন, ৪ ওভারে ২৫ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। এছাড়াও, মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।

এর আগে আফিফ হোসেনের ২৭ বলে ৩৮ এবং মোসাদ্দেক হোসেনের ১২ বলে অপরাজিত ২০ রানের কল্যাণে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে টাইগাররা। এ জয়ের ফলে ১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয়ের দেখা পেল বাংলাদেশ। ২০০৭ বিশ্বকাপে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।

Advertisement
Share.

Leave A Reply