fbpx

তৃতীয়বারেও চাঁদে যেতে পারলো না জাপান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গত সপ্তাহে একটি রুশ মহাকাশযান চন্দ্রের পৃষ্ঠে বিধ্বস্ত হয়। তবে ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করে। কিন্তু তৃতীয়বারের বার চাঁদে অভিযান স্থগিত করেছে জাপানের। এক কথায় বাধ্য হয়েছে এই অভিযান স্থগিত করতে। কারণ বৈরি আবহাওয়ায় এই অভিযান সম্ভব হচ্ছে না।

আজ সোমবার (২৮ আগস্ট) পৃথিবীর একমাত্র উপগ্রহের দিকে উড়ার কথা ছিলো জাপানী নভোযানের। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, বৈরী আবহাওয়ার কারণে জাপান শেষ মুহূর্তে চন্দ্রযানটি উড্ডয়ন স্থগিত করেছে।

জাপানের মহাকাশ সংস্থা জাক্সার সবচেয়ে নির্ভরযোগ্য রকেট হিসেবে পরিচিত এইচ২-এ এই অভিযানে ব্যবহৃত হচ্ছে । গত শনিবার রকেটটি চাঁদের উদ্দেশে যাত্রার কথা থাকলেও আবহাওয়ার কারণে গতকাল রোববারে পিছিয়ে দেয়া হয়। কিন্তু এদিনও বিরূপ প্রকৃতি বাধা হয়ে দাঁড়ালে সোমবার পরিকল্পনা স্থগিত হয়।

কবে নাগাদ এই অভিযান হবে তা জাপানের বহুজাতিক প্রকৌশল প্রতিষ্ঠান মিৎশুবিশি এখনো জানায়নি। চাঁদে অভিযানের পরবর্তী তারিখ তাদের পক্ষ থেকে উল্লেখ করেনি।

Advertisement
Share.

Leave A Reply