fbpx

দলের হারে প্রভাব ফেলতে পারেন ‘তামিম’!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতে চলতি বিশ্বকাপের আসরে প্রথম ম্যাচে জয় দিয়ে নিজেদের যাত্রা শুরু করলেও এরপর আর জয়ের মুখ দেখেনি সাকিব আল হাসানের দল। টানা ৫ ম্যাচে হার।

সর্বশেষ গতকাল (শনিবার) আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডসের কাছে ৮৭ রানে হেরেছে বাংলাদেশ। এমন হারের ব্যাখ্যায় ‘তামিম’ এর কিছুটা প্রভাব থাকতে পারে বলে স্বীকার করেছেন অধিনায়ক সাকিব।

বিশ্বকাপে দলের এমন আকস্মিক বাজে পারফরম্যান্সের পেছনে অধিনায়ক সাকিব দায় দেখছেন জাতীয় দলে থাকা সাবেক অধিনায়ক তামিম ইকবালের অনুসারীদেরও। বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার আগে তামিম ইকবালকে নিয়েও বেশ বিতর্কের মধ্য দিয়ে গিয়েছেন সাকিব। বিশ্বকাপ স্কোয়াডে তামিমের জায়গা না পাওয়া এবং তামিমকে নিয়ে সাকিবের বিতর্কিত একটি সাক্ষাৎকার আলোচনা–সমালোচনার আগুনে ঘি ঢেলেছিল।

শনিবারের হারের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিবের কাছে জানতে চাওয়া হয়, বিশ্বকাপের আগে তামিম ইস্যু দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে কি না?

সবাইকে অবাক করে দিয়ে সাকিব সম্ভাবনাটা একেবারে নাকচ করে দেননি। বলেন, ‘ফেলতেই পারে, অস্বাভাবিক কিছু না। ব্যক্তি বিশেষের মনের ভেতর কী আছে, এটা বলা মুশকিল। আপনি যেটা বলছেন সেটায় আমি অসম্মতি জানাচ্ছি না। ফেলতেই পারে।’

অধিনায়ক সাকিব আল হাসান তো স্বীকার করলেন, এটাই দেশের স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ পারফরম্যান্স। নেদারল্যান্ডসের বিপক্ষে হারটিও বাংলাদেশ দলের সবচেয়ে বাজে হার হিসেবে আখ্যাও দিলেন।

Advertisement
Share.

Leave A Reply