fbpx

দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং, ব্যাকফুটে বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা টেস্টের আগে ওয়েস্ট ইন্ডিজের পেইসার আলজারি জোসেফের টেস্ট গড় ছিল বারোর আশেপাশে। অথচ সেই জোসেফই খেললেন ৮২ রানের ইনিংস।

বাংলাদেশের সফরে আসতে ওয়েস্ট ইন্ডিজের একাধিক ক্রিকেটার আপত্তি জানানোর পর সাবেক ক্যারিবিয়ান একজন ক্রিকেটার বলেছিলেন, বাংলাদেশে না এসে ‘গড়’ বাড়ানোর সুযোগ হারিয়েছে হোল্ডার-হোপরা, শুনতে খারাপ লাগলেও ব্যাপারটি প্রমাণিত।

প্রথম দিনে দুই দলই ছিল সমান অবস্থানে। অথচ দ্বিতীয় দিনে এলোমেলো বাংলাদেশ। জশুয়া ডি সিলভা, আহজারি জোসেফ দুজনেই সেঞ্চুরির আশা জাগিয়েছেন, করতে পারেননি তবে কাজের কাজটা ঠিকই করেছেন। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে রান চারশোর বেশী।

সাদমান ইসলামের বদলে একাদশে সুযোগ পেয়েছেন সৌম্য। লাভ কি? ব্যার্থ হয়েই ফিরেছেন প্যাভিলিয়নে। সৌম্যের পথ দ্রুতই ধরেছেন শান্ত। দুই উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ তামিমের ব্যাটে দিয়েছিল প্রত্যাবর্তনের আভাস, ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেছেন তামিম, ইনিংস বড় করতে পারেননি।

ম্যাচের আগে মুমিনুল বলেছিলেন, কে আছে কে নাই তা নিয়ে ভাবছে না বাংলাদেশ। ভাবনার প্রয়োজনও হয়তো নেই। তবে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ অধিনায়ক।

স্কোরবোর্ডে ১০৫ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ, হারিয়েছে ৪ উইকেট। একদিকে মুশফিকুর রহিম অন্যদিকে মোহাম্মদ মিথুন দেখিয়েছেন ধৈর্য। বাংলাদেশ এখনও পিছিয়ে তিনশোর বেশী রানে।

Advertisement
Share.

Leave A Reply