fbpx

দুবারের বেশি বিসিএস পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত হয়নি: পিএসসি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিসিএস পরীক্ষায় দুবারের বেশি অংশ নিতে দেওয়া হবে না এমন একটি বিষয় নিয়ে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। তবে সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে এই বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

আজ বুধবার (২৬ জুলাই) দুপুরে পিএসসির কয়েকজন সদস্য ও একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানিয়েছেন, চাকরিপ্রার্থীরা দুবারের বেশি বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন না, এমন কোনো বিষয়ে আলোচনা হয়নি। এমনকি আনুষ্ঠানিক তো নয়ই, অনানুষ্ঠানিক আলোচনাও হয়নি। সাধারণত কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে পিএসসি তা সভায় অ্যাজেন্ডা করে। সেই অ্যাজেন্ডার বিষয়ে সভায় আলোচনা হয়। কিন্তু এ পর্যন্ত কোনো সভায় এ বিষয়ে আলোচনা হয়নি।

Advertisement
Share.

Leave A Reply