fbpx

দেবী শেঠির উপস্থিতিতে হার্টে স্টেন্ট পরানো হবে সৌরভের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের কিংবদন্তি অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। কোন ধরনের বিপদ আপাতত ঘটেনি। তবে, সৌরভের দীর্ঘদিনের চিকিৎসক দেবী শেঠির উপস্থিতিতে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সৌরভের হার্টে স্টেন্ট পরানো হবে।

কলকাতার অ্যাপোলো হাসপাতাল ও উডল্যান্ড হাসপাতালের সূত্র অনুযায়ী ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

এদিকে অ্যাপোলো হাসপাতালের স্বাস্থ্যবার্তায় সৌরভের শারীরিক অবস্থা নিয়ে বলা হয়, ৪৮ বছর বয়সী সৌরভ গাঙ্গুলী হাসপাতালে গিয়েছেন হৃদপিণ্ডের পরিস্থিতি দেখাতে। কারণ,  কিছুদিন আগে একবার মৃদু হার্ট অ্যাটাকের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সৌরভের পারিবারিক ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী জানায়, তিনি নিয়মিত চেকআপের অংশ হিসেবেই হাসপাতালে গিয়েছিলেন। সৌরভের এখন কোন জটিলতা নেই বলে এএনআই তাদের উদ্ধৃতিতে জানায়।

তবে, সৌরভের শারীরিক অবস্থার অবনতির খবর ভারতীয় সংবাদমাধ্যমগুলো বেশ গুরুত্বের সাথে বুধবার জানানোর কারনে সৌরভপ্রেমীদের সবাই বেশ ভয় পেয়ে গিয়েছিল। সংবাদে প্রকাশ করা হয়েছিল, রাতে কিছুটা অস্বস্তি বোধ করছিলেন সৌরভ। পরের দিন বিকেলেও বুকে ব্যথা অনুভব করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

২ জানুয়ারি বুকে ব্যথার কারণে উডল্যান্ড হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। সে সময় তাঁর মৃদু হার্ট অ্যাটাক হলে তিনটি করোনারি ধমনিতে ব্লক ধরা পড়েছিল। তখন চিকিৎসকেরা একটি স্টেন্ট পরিয়েছিলেন তাঁর ধমনিতে।

বুধবার উডল্যান্ড হাসপাতাল এক বিবৃতিতে জানায়, বুকে অস্বস্তি অনুভব করায় বুধবার আবারো হাসপাতালে ভর্তি হয় সৌরভ। চিকিৎসক দেবী শেঠির উপস্থিতিতে বৃহস্পতিবার চিকিৎসক আফতাব খান তাঁর হার্টে স্টেন্টিং করবেন।

Advertisement
Share.

Leave A Reply