fbpx

নতুন করে শুরু করা ছাড়া উপায় দেখেন না সাকিব

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মাঠে এবং মাঠের ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। ঘরে-বাইরে টানাপোড়েন। মাঠের ক্রিকেটে বাজে পারফর্ম্যান্স হতাশাজনক। বিশেষ করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। দলের অবস্থার পরিবর্তন করতে, পরিবর্তন করা হয়েছে অধিনায়কও। নতুন অধিনায়ক সাকিব আল হাসানও খুশি নন টি-টোয়েন্টিতে দলের এই অবস্থা দেখে। নতুন করে শুরু করা ছাড়া বিকল্প উপায় দেখছেন না সাকিব।

‘‘২০০৬ সালে বোধ হয় প্রথম খেলেছি। এরপর থেকে খুব একটা ভালো কিছু নেই আমাদের। শুধু একবার বোধ হয় এশিয়া কাপের ফাইনাল খেললাম। অনেক পিছিয়ে আছি। নতুন করে শুরু করা ছাড়া উপায় নেই।’’

তবে সাকিবের বিশ্বাস আস্তে আস্তে এগোলে এই ফরম্যাটে ভালো করতে পারবে বাংলাদেশ। ‘‘একটা বাচ্চা যখন হাঁটা শুরু করে, তখন তার প্রথম ধাপগুলো অনেক কঠিন হয়। পরে ধীরে ধীরে সহজ হয়ে আসে। আশা করি, আমরা বাচ্চার মতো স্টেপ বাই স্টেপ হাঁটা শুরু করতে পারবো। আস্তে আস্তে আমরা এগোতে পারব।’’

এশিয়া কাপ এবং বিশ্বকাপকে সামনে রেখে টাইগারদের জন্য টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে সাবেক ভারতীয় ক্রিকেটার এবং অজিদের সাবেক সহকারী কোচ শ্রীধরন শ্রীরামকে নিযুক্ত করেছে বিসিবি। শ্রীধরনের অন্তর্ভূক্তি দলের পারফর্ম্যান্সে পরিবর্তন আনবে কি-না, এই ব্যাপারে সাকিব বলেন,

‘‘আমার মনে হয় না খুব বেশি কিছু আশা করার আছে এখানে। যেহেতু অস্ট্রেলিয়া দলের সঙ্গে পাঁচ-ছয় বছর ছিলেন, বিশ্বকাপও অস্ট্রেলিয়াতে। তাঁর অভিজ্ঞতাটা আমাদের কাজে লাগবে। এশিয়া কাপের আগে খুবই কম সময়। সেখানে এটা কতটুকু কাজে আসবে সেটা বলা মুশকিল। কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ থেকে শুরু করে বিসিবি, আমরা সবাই মিলে যদি কাজ করতে পারি, তাহলে ভালো একটা কিছু শুরু হবে।’’

Advertisement
Share.

Leave A Reply