fbpx

নিউজিল্যান্ডে ইংল্যান্ডের টেস্ট জয়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

একদিন বাকি থাকতেই জয় তুলে নিলো ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬৭ রানের জয় পায় তারা। ৩৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১২৬ রানেই অল আউট হয়ে যায় কিউইরা।

এই জয়ে নিউজিল্যান্ডের মাটিতে ১৫ বছর পর টেস্ট জিতল ইংলিশরা। এর আগে সবশেষ ২০০৮ সালে নিউজিল্যান্ডে টেস্ট জিতেছিল ইংল্যান্ড। আর ব্র্যান্ডন ম্যাককালাম ও বেন স্টোকস অধীনে খেলা ১১ টেস্টের ১০টিতেই জিতল তারা।

এর আগে তৃতীয় দিনে নিউজিল্যান্ড জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৮ রানেই হারিয়ে ফেলেছিল ৫ উইকেট। আর কোন উইকেট না হারিয়ে ৫ উইকেটে ৬৩ রানে দিন শেষ করেছিল নিউজিল্যান্ড।

চতুর্থ দিনে যখন খেলা শুরু করেছিল কিউইরা তখনও তাদের ৫ উইকেটে প্রয়োজন ছিল ৩৩১ রান। জয়ের জন্য তাদের অলৌকিক কিছু করে দেখাতে হতো। তবে সেটা আর হতে দেয়নি ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। প্রথম সেশনেই তার বোলিংয়ের তোপে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। দিনের ৫ উইকেটের মধ্যে ৪ উইকেটেই নিয়েছেন তিনি।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের বোলারদের সামনে দিশেহারা হয়ে পড়ে নিউজিল্যান্ড ব্যাটাররা। তবে একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করেছেন কিউই ব্যাটার ড্যারিল মিচেল। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে একমাত্র ফিফটি এসেছে তার ব্যাট থেকে। তবে তাকে কেউ যোগ্য সঙ্গ না দিতে পারায় বেশিদূর এগিয়ে যেতে পারেননি কিউইরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ১২৬ রানেই অল আউট হয়ে যায় তারা। স্টুয়ার্ট ব্রড ও জিমি দুইজনেই ৪ টি করে উইকেট নেন।

Advertisement
Share.

Leave A Reply