fbpx

পরার্মশক শ্রীরাম, অনিশ্চয়তায় ডমিঙ্গো

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গুঞ্জন উঠেছিলো রাসেল ডমিঙ্গোকে সরিয়ে ভারতের সাবেক ক্রিকেটার এবং অষ্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক সহকারী কোচ শ্রীধরন শ্রীরাম পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের কোচের দায়িত্ব। সেটিও শুধু মাত্র টি-টোয়েন্টিতে। তবে সব গুঞ্জন উড়িয়ে অবশেষে জানা গেলো মূল কারণ। শুক্রবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মুখোমুখি হয়েছেন গনমাধ্যমের। কথা বলেছেন শ্রীরামের ব্যাপারে। কোচ নয়, পরামর্শক হিসেবে আসছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার।

“আমরা শর্টলিস্ট করেছিলাম, শ্রীরাম ওই লিস্টে ছিল। সে আমাদের এখানে ২১ তারিখ দুপুরবেলা আসার কথা। দায়িত্ব ঠিক না, মানে কোচ হিসেবে আসছে না। সে অবশ্যই হেড কোচ হিসেবে আসছে না। সে আসছে অ্যাজ অ্যা টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে, টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।”

তবে হুট করেই শ্রীরাম কেনো বাংলাদেশ দলের পরামর্শক হিসেবে দায়িত্ব পেলেন তা নিয়ে আছে কৌতুহল। সে ব্যাপারটিও খোলাসা করেছেন বিসিবি বস। যেখানে প্রাধান্য পেয়েছে শ্রীরামের অভিজ্ঞতা।

“কতগুলো বিবেচনায় তাঁকে আনা হয়েছে। যেহেতু আইপিএলের সঙ্গে তাঁর সম্পৃক্ততা আছে। আমরা এমন কাউকে চাচ্ছিলাম যার সঙ্গে টি-টোয়েন্টির সম্পৃক্ততা আছে, অভিজ্ঞতা আছে। আর যেহেতু খেলা অস্ট্রেলিয়ায়, সে অস্ট্রেলিয়ায় অনেক দিন কাজ করেছে। এই দুটি কারণে তাঁকে আমরা বিশ্বকাপ পর্যন্ত নিয়েছি।”

তবে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর ভবিষ্যত কি হতে পারে সেটা এখনো জানা যায়নি। বিসিবি সভাপতি জানিয়েছেন সেটা সিদ্ধান্ত জানা যাবে ২২ই আগস্ট। ডমিঙ্গো কোচ হিসেবে থাকবেন কি থাকবেন না সেদিনই জানা যাবে।

Advertisement
Share.

Leave A Reply