fbpx

পশ্চিমবঙ্গের লকডাউনে পুলিশের কড়া নজরদারি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ থেকে  শুরু হয়েছে ১৫ দিনের কড়া লকডাউন। উত্তর থেকে দক্ষিণবঙ্গ লকডাউন পালনে সব জায়গাতেই রয়েছে পুলিশের নজরদারি।

রবিবার সকাল থেকেই হাওড়া ব্রিজ-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে তল্লাশি শুরু করে পুলিশ। জরুরি পরিষেবা ছাড়া যারা ঘর থেকে বের হয়েছেন সবাইকে ফিরিয়ে দেয়া হয়েছে।

সকালে ভোগান্তিতে পড়েন হাওড়া স্টেশনের দূরপাল্লার যাত্রীরা। তারা লকডাউন শুরুর আগে রওনা দিয়ে সকালে হাওড়া পৌঁছান। কিন্তু বাস বা ট্যাক্সি না পেয়ে বিপদে পড়ে যান। পরে হাওড়া সিটি পুলিশের উদ্যোগে বিশেষ বাসের ব্যবস্থা করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়া হয়।

কড়াকড়ির বেড়াজাল ডিঙ্গিয়ে অনেককেই নানা ছলচাতুরির আশ্রয় নিতে দেখা গিয়েছে। জরুরি পরিষেবার কথা বলে ভুয়া স্টিকার গাড়িতে লাগিয়ে রাস্তায় নেমেছিলেন। পুলিশ যাচাই করে অনেকেই গ্রাপ্তার করেছে।

দিল্লিতে চলমান লকডাউন আজ থেকে আরও এক সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে মুখ্যমন্ত্রী অরবিন্দু কেজরিওয়াল।

Advertisement
Share.

Leave A Reply