fbpx

পাকিস্তানে ঘিয়ের থেকে রান্নার তেলের দাম বেশি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পাকিস্তানে তেলের দামের থেকে ঘিয়ের দাম কম। বুধবার থেকে প্রতি কেজিতে তেলের দাম বাড়ানো হয় ২০৮ রুপি, আর প্রতি লিটার ঘিয়ের দাম বাড়ানো হয় ২১৩ রুপি। এতে খুচরা পর্যায়ে প্রতি লিটার তেলের দাম এখন ৬০৫ টাকা। আর প্রতি কেজি ঘিয়ের দাম ৫৫৫ টাকা। ১ জুন বুধবার থেকে, এই দাম কার্যকর হয়। সংবাদ সংস্থা ডন এই খবর নিশ্চিত করেছে।

তবে কি কারণে ঘি ও তেলের দাম এতটা বাড়ানো হল সরকারের পক্ষ থেকে তার ব্যাখ্যা দেয়া হয়নি।

পাকিস্তান ভোজ্য তেলের জন্য পুরোপুরি আমদানি নির্ভর। দেশটির মোট আমদানিকৃত তেলের ৮৭ শতাংশ আসে ইন্দোনেশিয়া থেকে এবং ১৩ শতাংশ মালয়েশিয়া থেকে। গেল মাসে ইন্দোনেশিয়া পাম তেলের রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। এরপরই তেলের দাম বাড়ানো হল।

দেশটিতে দ্রব্যমূলের উর্ধ্বগতির জন্য দায়ী করা হচ্ছে মুদ্রাস্ফিতিকে।

Advertisement
Share.

Leave A Reply