fbpx

প্যারিসে রিয়াল মাদ্রিদের শিরোপা উল্লাস, লিভারপুলের স্বপ্নভঙ্গ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

৪ বছরের অপেক্ষার অবসান ঘটলো। ২০১৮ সালের পর আবারও চ্যাম্পিয়নস লিগের শিরোপা গেল রিয়াল মাদ্রিদের ঘরে। প্যারিসে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে আসরের ১৪তম শিরোপা জিতে নিলো ‘লস ব্লাঙ্কোসরা’।

ম্যাচের ৫৯তম মিনিটে ‘অলহোয়াইটদের’ হয়ে একমাত্র গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র। ফলে, এ মৌসুমে লিভারপুলের ‘ট্রেবল’ জেতার স্বপ্ন ভঙ্গ হলো। সর্বশেষ ২০১৮-২০১৯ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল ‘অল রেডরা’।

স্তাদিও দ্য ফ্রান্সে নির্ধারিত সময়ের ৩৬ মিনিট পর শুরু হওয়া ম্যাচের প্রথম থেকেই একের পর এক সুযোগ তৈরি করতে থাকে লিভারপুল, তবে সব প্রচেষ্টাই বিফলে গেছে রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়ার গ্লাভস জোড়ার বদৌলতে। ১৬তম মিনিটে নিশ্চিত গোলের সুযোগ পেয়ে যান লিভারপুলের মোহাম্মদ সালাহ। ছয় গজ বক্সে জটলার মধ্যে ঠিকমতো শট নিতে না পারলেও বল লক্ষ্যেই ছিল। তবে, বিপদ বাড়তে দেননি কোর্তোয়া। ঝাঁপিয়ে পড়ে গোলটা রুখে দেন।

প্যারিসে রিয়াল মাদ্রিদের শিরোপা উল্লাস, লিভারপুলের স্বপ্নভঙ্গ
রিয়ালের রক্ষণদুর্গ হয়ে ছিলেন কোর্তোয়া

এর কিছুক্ষণ পরই আবারো সুযোগ পায় ইয়ুর্গেন ক্লপের দল, থিয়াগো আলকানতারার শটটা আবারো রুখে দেন সেই বেলজিয়ান এই গোলরক্ষক। বিপদ তখনও কাটেনি, আবারো শট নেন সালাহ। তবে সেটা সোজা যায় কোর্তোয়া বরাবর। ম্যাচের ২১ মিনিটে সাদিও মানের জোরালো নিচু শটটা কোনোমতে আটকে দেন কোর্তোয়া। প্রথম ২৮ মিনিটের মধ্যেই ছয়বার শট নেয় লিভারপুল। তবে, তা আর জালে জড়ায়নি রিয়াল গোলরক্ষকের কঠিন দৃঢ়তায়। লিভারপুলের ৯টা শট একাই আটকে দিয়েছেন।

প্যারিসে রিয়াল মাদ্রিদের শিরোপা উল্লাস, লিভারপুলের স্বপ্নভঙ্গ
রিয়ালের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ভিনিসিয়ুস

প্রথমার্ধের ৪৩ মিনিটে লিভারপুলের জালে বল জড়ান করিম বেনজেমা, তবে অফসাইডের কারণে তা বাতিল করা হয়। শেষ পর্যন্ত, রিয়ালের হয়ে জয়সূচক গোলটি করেন ভিনিয়য়ুস৷ ৫৯ মিনিটে ফেদে ভালভার্দের বাড়িয়ে দেয়া বল জালে ঢুকিয়ে অলহোয়াইটদের লিড এনে দেন এই ব্রাজিলিয়ান। এ নিয়ে দ্বিতীয়বার রিয়ালের ঘরে শিরোপা এনে দিলেন কোচ কার্লো আনচেলত্তি।

Advertisement
Share.

Leave A Reply