fbpx

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অবসরের ঘোষণা দিয়েও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশে তা আবার প্রত্যাহার করে নেন জাতীয় দলের সফলতম ওপেনার তামিম ইকবাল। সে ঘটনার প্রায় এক মাস পর এবার আবারও ঘোষণা দিয়ে জাতীয় ক্রিকেট দলের ওয়ানডের অধিনায়কত্ব ছাড়লেন তামিম। সাথে এটাও জানিয়ে দেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই অধিনায়কত্ব ছেড়েছেন তিনি।

অবসর প্রত্যাহারের পরপরই অবসর যাপন ও চিকিৎসার জন্য দেশ ছাড়েন টাইগার ওপেনার। সেখান থেকে ফিরেই বোর্ড ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবার নিজের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম।

চিকিৎসক দেখিয়ে গত সোমবার বিকেলে দেশে ফিরেছেন তামিম। কিন্তু চোটের অবস্থা খুব একটা ভালো নয় তাঁর। আর এ কারণেই অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানিয়েছেন। পাশাপাশি আসন্ন এশিয়াকাপ থেকেও নিজেকে সড়িয়ে নিয়েছেন এই ড্যাশিং ওপেনার।

গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসভবনে গত রাতের সংবাদ সম্মেলনে এ বিষয়ে তামিম বলেন, ‘আজকে (কালকে) আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল জালাল ভাই ও (নাজমুল হাসান) পাপন ভাইয়ের সঙ্গে। আমার সবকিছু নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। নিজের থেকে ওনাদের বলেছি যে আজ (কাল) থেকে আমি ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।’

তামিম নিজের সিদ্ধান্তের কথায় আরও যোগ করে বলেন, ‘আমার চোট একটা কারণ। যে ইনজেকশনটা নিয়েছি ওটা হিট অ্যান্ড মিসের মতো। আমার কাছে দল আগে। দলের কথা চিন্তা করে আমার নেতৃত্ব ছাড়াটা সবচেয়ে ভালো বিষয়। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। উনি বুঝেছেন।’

নেতৃত্ব ছাড়লেও খেলা চালিয়ে যেতে চান তামিম, ‘মূল বিষয় হলো, দলের ভালোর জন্য আমি নেতৃত্ব ছাড়ছি এবং একজন ক্রিকেটার হিসেবে খেলতে চাই।’

Advertisement
Share.

Leave A Reply