fbpx

ফিফার বর্ষসেরার তালিকায় নেই নেইমার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমারকে অনেকেই মনে করেন সময়ের সেরা ফুটবলার। মানতে দোষ নেই, তবে আন্তর্জাতিক ফুটবল সংস্থার বর্ষসেরা ফুটবলারের তালিকা বলছে, চলতি বছর মনোনয়ন পাওয়া ফুটবলারদের চূড়ান্ত তালিকার মধ্যে নেই নেইমারের নাম। যথারীতি সেরা তিনের সংক্ষিপ্ত তালিকায় আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি, তাদের সাথে আলাদাভাবে লড়াইটা হবে বায়ার্ন তারকা রবার্ট লেভানডফস্কির।

গেল প্রায় এক যুগ ধরেই সংক্ষিপ্ত তালিকার দুই নাম রোনালদো-মেসি। তবে লেভানডফস্কিও এবার ফিফার বর্ষসেরা পুরষ্কারের বড় দাবিদার। গত লিগ মৌসুমে গোল করেছে গোটা চৌত্রিশেক, চ্যাম্পিয়ন্স লিগে পনেরোখানা। এই লিগ মৌসুমে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৯ ম্যাচে ১২, চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে গোল করেছেন ৩টি।

সেরা তিনে লেভানডফস্কির জায়গা পাওয়া নিয়ে কোনো বিতর্ক থাকার কথা না, তবে মেসি বা রোনালদোর যে কারও পরিবর্তে নেইমার সেরা তিনে জায়গা পাওয়ার দাবিদার ছিলেন কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। গেলবার প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে পিএসজি, ফরাসি লিগসহ ঘরোয়া দুটি কাপই জিতেছে নেইমারের দল। গেল মৌসুমে ১৬ গোল করা নেইমার এবার ১১ ম্যাচে করেছে ৯ গোল।

সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তর থেকে অনলাইনে পুরস্কার ঘোষণা করার কথা আগামী ১৭ই ডিসেম্বর।

পরিকল্পনা অনুযায়ী, ছেলেদের বর্ষসেরা ফুটবলার ছাড়াও ঘোষণা করা হবে মেয়েদের ফুটবলে বর্ষসেরা খেলোয়াড়, ছেলে ও মেয়েদের ফুটবলে বর্ষসেরা গোলকিপার, বর্ষসেরা কোচ, সেরা গোল স্কোরারের নামও।

Advertisement
Share.

Leave A Reply