fbpx

বসুন্ধরা কিংস খেলবে বাংলা অক্ষরে লেখা জার্সি পরে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে এবং এই দিনটিকে সম্মান জানাতে আজ বাংলা অক্ষরে লেখা জার্সি পরে মাঠে নামবে বসুন্ধরা কিংস। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ নিয়েছে ক্লাবটি।
বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবে জার্সিতে ইংলিশ অক্ষরে নাম লেখা থাকে।

লিগের অষ্টম রাউন্ডে শুক্রবার রহমতগঞ্জের বিপক্ষে খেলবে চ্যাম্পিয়নরা। কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হবে বিকেল ৫টা ১৫ মিনিটে। জার্সিতে খেলোয়াড়দের নাম ও জার্সি নম্বর লেখা থাকবে বাংলায় এবং জার্সিতে থাকবে বাংলা বর্ণমালার অক্ষর। ফেব্রুয়ারি মাসে আরেকটি ম্যাচ আছে কিংসের। ২৩ তারিখের সেই ম্যাচেও একই জার্সি পরে খেলবে কি না সেটা অবশ্য নিশ্চিত করেনি।

এবারের লিগে সাত ম্যাচে ছয়টিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বসুন্ধরা কিংস। সাত ম্যাচে সাতটিতেই ড্র করে ষষ্ঠ স্থানে রহমতগঞ্জ। ২০১৮ সাল থেকে দেশের শীর্ষ পর্যায়ের ফুটবলে নাম লেখানোর পর থেকেই নতুনত্ব নিয়ে এসেছে কিংস।
বাংলা অক্ষরে লেখা জার্সি তারই একটি উদাহরণ।

Advertisement
Share.

Leave A Reply