fbpx

বাংলাদেশের তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ জিম্বাবুয়ে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে বাংলাদেশের তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলটির সাথে ৩০ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ দল। শুক্রবার স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার টুয়েলভে উঠে জিম্বাবিয়ানরা।

হোবার্টের বেলেরিভ ওভালে টসে জিতে ৬ উইকেটে ১৩২ রান তোলে স্কটল্যান্ড। দলের পক্ষে ৫১ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন জর্জ মুন্সি। জবাবে, ব্যাট করতে নেমে শুরু থেকেই খেই হারায় জিম্বাবুয়ে। পাওয়ারপ্লেতে ২ উইকেটে তোলে ৩০ রান। তবে, ক্রেইগ এরভিনের ৫৪ বলে ৫৮ এবং সিকান্দার রাজার ২৩ বলে ৪০ রানের ইনিংসে উইকেটের জয় পায় জিম্বাবুয়ে। একই গ্রুপের আরেক দল আয়ারল্যান্ডের সাথে সুপার টুয়েলভের টিকিট কাটে এরভিনের দল।

জিম্বাবুয়ে ছাড়াও সুপার টুয়েলভে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, সাউথ আফ্রিকা, ভারত এবং পাকিস্তান। ২২ অক্টোবর হোবার্টে নিজেদের প্রথম ম্যাচে ডাচদের মুখোমুখি হবে টাইগাররা।

Advertisement
Share.

Leave A Reply