fbpx

বিদেশের মাটিতে ক্যাম্প করবে টাইগাররা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে মিরপুরে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। কথা ছিল, বিশ্বকাপের আগে আগামী ৭ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। এভাবেই বিশ্বকাপের প্রস্তুতি সারবে সাকিব আল হাসানের দল। তবে, বিসিবিতে মঙ্গলবারের মিটিংয়ের পর সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, নিউজিল্যান্ড-পাকিস্তানের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলার আগে বিদেশের মাটিতে কন্ডিশনিং ক্যাম্পও করবে বাংলাদেশ।

“ত্রিদেশীয় সিরিজের আগে বিদেশের মাটিতে আমরা একটা ক্যাম্প করতে চাই। ক্যাম্পটা কোথায় হতে পারে, সেটা নিয়েই আমরা আলোচনা করছি। আজকে এখানে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এক্সপ্লোর করব। এরই মধ্যে আমরা দুই-তিনটা দেশের সাথে আলাপ করেছি। আশা করি, কালকের মধ্যে জানাতে পারব”-জানিয়েছেন পাপন

ক্যাম্পের ব্যাপারে বিসিবি সভাপতি আরও জানান, “২২-২৩ তারিখের মধ্যেই আমরা ক্যাম্প করতে যেতে চাই। আসলে যে দেশে যাচ্ছি, আগে তাদের কন্ডিশনটাও আমাদের জানতে হবে যে আমরা যেসব ফ্যাসিলিটি চাচ্ছি সেগুলো ওরা দিতে পারবে কি-না। আমাদের যেই যেই শর্ত আছে, সেগুলো যদি তারা পূরণ করতে পারে তাহলেই আমরা যাব।”

Advertisement
Share.

Leave A Reply