fbpx

বিপিএল চ্যাম্পিয়ন হয়ে দুইবার রানার্স আপ হবার আক্ষেপ মেটাতে চান মিরাজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিপিএলে চ্যাম্পিয়ন হবার অন্যতম ফেভারিট ফরচুন বরিশাল। জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের অনেকেই এই দলে যার মধ্যে এক নম্বর সাকিব আল হাসান। রিয়াদ, বিজয়, খালেদ, ইবাদতের সাথে অলরাউন্ডার মেহেদি মিরাজ। টুর্নামেন্টে বরাবরই আধিপত্য দেখিয়েছে ফরচুন বরিশাল তবে কখনই চ্যাম্পিয়ন হয়নি। এবার বরিশাল চ্যাম্পিয়ন হবে, অন্ততো মেহেদি মিরাজ সেটাই বিশ্বাস করেন।

“আমদের দলটা অবশ্যই খুব ভালো হয়েছে। সাকিব ভাইসহ জাতীয় দলের অনেক খেলোয়াড় আছেন। বিপিএলের এখন পর্যন্ত ছয়বার খেলে দুইবার ফাইনালে খেলেছি। অবশ্যই আশা থাকবে চ্যাম্পিয়ন হওয়ার”

সম্প্রতি ক্রিকেট পাড়ায় জোড় গুঞ্জন, বিপিএলে ওপেন করবেন মেহেদি হাসান মিরাজ। গুঞ্জনই কেবল? নাকি সত্যি? মিরাজের উত্তর “এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। অবশ্যই আমি চাইবো একটু উপরের দিকে ব্যাট করতে”

দু্ই হাজার তেইশ সালে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ এবং টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। সেগুলোতে ভালো ক্রিকেট খেলতে চান মিরাজ। বলেছেন,“এ বছর ভারতের মাটিতে বিশ্বকাপ রয়েছে। কাজেই আমাদের ইচ্ছা থাকবে ভালো কিছু করে দেখানোর”

Advertisement
Share.

Leave A Reply