fbpx

বিপিএল ২০২৩ চ্যাম্পিয়ন কুমিল্লা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিপিএল ২০২৩ এর শিরোপা জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়েছে তারা।

১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই সিলেটের বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকে কুমিল্লার ব্যাটাররা। দলীয় ২৭ রানে ওপেনার সুনীল নারিন আউট হলেও অপর প্রান্ত থেকে দ্রুত গতিতে রান তুলতে থাকেন লিটন দাস, হাঁকান অর্ধশতকও। দলীয় ১০৩ রানে লিটন আউট হলে কিছুটা চাপে পড়ে কুমিল্লা। তবে এরপর জনসন চার্লসের ৫২ বলে ৭৯ রানের উপর ভর করে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট। অথচ ইনিংসের শুরুতেই এই ক্যারিবিয়ান ব্যাটারের ক্যাচ মিস করেছিলেন বোলার রুবেল হোসেন।

সিলেটের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন পেসার রুবেল হোসেন।

এর আগে, টস হেরে ব্যাট করতে নামে সিলেট। ইনিংসের প্রথম ওভারেই আসে ১৮ রান। সেই ওভারে সিলেটের ওপেনার নাজমুল হোসেন শান্ত দুটি বাউন্ডারি হাকালেও নিজেদের ফিল্ডিং ব্যর্থতায় চাপে পড়ে কুমিল্লা। তবে পরের ওভারেই কোনো রান না করেই আউট হন এই আসরে তাদের অন্যতম সফল ব্যাটার তৌহিদ হৃদয়। এরপর ব্যাট করতে আসেন সিলেটের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। বেশিক্ষণ টিকতে পারেননি তিনিও। অ্যান্ড্রি রাসেলের বলে ক্যাচ দিয়ে আউট হন তিনি।

এরপরই দলের হাল ধরেন সিলেটের দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহীম। তাদের দুইজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে আর কোনো উইকেট হারায়নি সিলেট। তারা দুইজনে মিলে গড়েন ১০৫ রানের জুটি। দলীয় ১০৫ রানে আউট হন শান্ত (৬৪)।

এরপর রায়ান বার্ল, থিসারা পেরেরা কিংবা জাকির হাসান কেউই উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি। তবে নিজের দায়িত্বশীল ব্যাটিংয়ে সিলেটের রানের চাকা ঠিকই সচল রাখছিলেন মুশি। তাঁর খেলা ৪৮ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংসে ১৭৫ রানের লড়াকু পুঁজি পায় সিলেট।

Advertisement
Share.

Leave A Reply